আজ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৫ ইং

আশুলিয়ায় দাওয়াত না পেয়ে যুবদলের ইফতার মাহফিলে বিএনপি নেতার হামলা

 

নিজস্ব প্রতিবেদকঃ দাওয়াত না দেওয়ায় আশুলিয়া থানা যুবদলের ইফতার পার্টিতে হামলা ও ভাংচুর এর অভিযোগ পাওয়া গেছে বিএনপির সহসভাপতি পিয়ার আলী ও ইদ্রিসের লোকজনের বিরুদ্ধে।

শনিবার দুপুর দুইটার সময় আশুলিয়ার জামগড়া রুপায়ন মাঠে এই ঘটনা ঘটে। অনুষ্ঠানের আয়োজন করেন জহির নামের এক যুবদল নেতা।

ইফতার পার্টিতে ঢাকা ১৯ আসনের সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল ।

অনুষ্ঠানের আয়োজক যুবদল নেতা জহির বলেন, আমি ২ হাজার মানুষের ইফতারের আয়োজন করেছি। সবাই আসবে এর মধ্যে আশুলিয়া থানা বিএনপির সহসভাপতি পিয়ার আলী ও ইদ্রিস আলী তাদের দলবল নিয়ে আমাদের উপর আক্রমণ করে এবং সব খাবার চারদিকে ফেলে দেয়।আমাদের প্যান্ডেল ভেঙে ফেলে এবং গালিগালাজ করে। আমি এই ঘটনার বিচার চাই।

অভিযুক্ত পিয়ার আলীর সাথে যোগাযোগ করতে তার মুঠোফোন একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ