জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের বি, সি ও ডি ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে। আজ (২৩ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসন একাধিক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উত্তীর্ণ শিক্ষার্থীরা www.admission.jnu.ac.bd ওয়েবসাইটে লগইন করে নিজ নিজ পোর্টালে ফলাফল দেখতে পারবেন।
এছাড়া, ০৮ এপ্রিল থেকে ১৭ এপ্রিল ২০২৫ পর্যন্ত উত্তীর্ণ শিক্ষার্থীরা একই ওয়েবসাইটে প্রবেশ করে বিষয় পছন্দ (Subject Choice) ফরম পূরণ করতে পারবেন।
ভর্তি পরীক্ষার সময়সূচি ও অংশগ্রহণকারী শিক্ষার্থী সংখ্যা
‘বি’ ইউনিট (কলা ও আইন অনুষদ) – ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় ১৫ ফেব্রুয়ারি, যেখানে ৭৮৫টি আসনের বিপরীতে ৪২,৯৭৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।
‘সি’ ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ) – ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় ২৮ ফেব্রুয়ারি, যেখানে ৫২০টি আসনের বিপরীতে ২৪,৯৫৭ জন শিক্ষার্থী পরীক্ষা দেয়।
‘ডি’ ইউনিট – ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় ১৪ ফেব্রুয়ারি।এবং
ডি ইউনিটের মোট আসন সংখ্যা ৫৯০ টি।