শেরপুর প্রতিনিধিঃ আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শেরপুরের বিভিন্ন ইয়াতিমখানার শিক্ষার্থীদের মাঝে পাঞ্জাবির কাপড় উপহার প্রদান করেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি ও শেরপুর সদর-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম। ২৩ মার্চ রবিবার ফারুকিয়া দারুস সালাম মাদরাসায় এ আয়োজন করা হয়।
এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার আমীর মাওলানা হাফিজুর রহমান, সদর উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা আব্দুস সোবহানসহ ইয়াতিমখানার শিক্ষকগন উপস্থিত ছিলেন।