নিজস্ব প্রতিবেদকঃ ঈদকে সামনে রেখে শিল্পাঞ্চল আশুলিয়ার পল্লীবিদ্যুৎ, রপ্তানি, ভলিভদ্র বাইপাইল সহ কয়েকটি পয়েন্টে ফুটপাতে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করতে অভিযান চালিয়েছে পুলিশ প্রশাসন। এ সময় বিক্ষুপ্ত হকাররা পুলিশের উপরে হামলা চালিয়ে পুলিশের গাড়িভাঙচুর করে।
রবিবার (২৩ মার্চ) দুপুরে ঢাকা জেলা প্রশাসন, হাইওয়ে থানা জেলা পুলিশ ও থানা পুলিশের উপস্থিতিতে বুল্ডুজার দিয়ে সকল অবৈধ দোকানপাট গুড়িয়ে দেওয়া হয়।
দীর্ঘদিন ধরে একটি বিশেষ মহলের আশ্রয় প্রশ্রয়ে সরকের উভয় পাসে দোকানপাট তৈরি করে নির্দিধায় ব্যবসা চালিয়ে আসছে অসংখ্য দোকানদার। শিল্পাঞ্চল হওয়ার কারনে তুলনার চেয়ে অনেক বেশি মানুষের চলাচল হয়ে থাকে এসব এলাকায়। এর মধ্য উড়ালসড়কের কাজ চলমান থাকায় যানজটে নাকাল অবস্থা এ পথে চলাচলকারী মানুষের। তাই ঈদকে সামনে রেখে প্রশাসন এ এলাকায় অবৈধ দোকানপাট উচ্ছেদ করে। এসময় তাদের উপর হামলা চালায় বিক্ষুব্ধ দোকান মালিকরা।
পুলিশ জানায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের কয়েকটি পয়েন্টে কয়েকশতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। পর্যায়ক্রমে প্রত্যেকটি স্পটেই অভিযান চলমান থাকবে। এর পরেও যদি কেউ মহাসড়ক দখল করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।