
শেরপুর প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজান ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শেরপুরের শ্রীবরদীতে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
২৬ মার্চ বুধবার দুপুরে উপজেলা বিএনপির কার্যালয়ে শ্রীবরদী উপজেলা ছাত্রদল ও পৌর ছাত্রদলের উদ্যোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, শেরপুর- ৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি মাহমুদুল হক রুবেল।
প্রতিযোগিতায় ৫ টি মাদ্রাসার প্রায় ২ শতাধিক প্রতিযোগি অংশগ্রহণ করেন। ৫ টি মাদ্রাসার শিক্ষকগন বিচারকের দায়িত্ব পালন করেন।
এসময়, শ্রীবরদী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহিম দুলাল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলাল, পৌর বিএনপির সভাপতি ফজলুল হক চৌধুরী অকুল, সাধারণ সম্পাদক আনিসুর রহমান খোকন, শ্রীবরদী উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আপেল মাহমুদ, সদস্য সচিব রোকনুজ্জামান রোকন, পৌর ছাত্রদলের আহ্বায়ক শোভন শাহরিয়ার রাফি, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেন সোহাগ, তন্ময়, সদস্য আশিক নাসির, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক চঞ্চল হাসান, বাপ্পীসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা শেষে বিচারকমন্ডলীগন বিজয়ীদের নাম ঘোষণা করলে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি মাহমুদুল হক রুবেল।