
শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার ৯ নং চরমোচারিয়া ইউনিয়নে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে জামায়াতে ইসলামীর মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৭ মার্চ বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে নলবাইদ নয়াপাড়া মন্ডলপাড়া জামে মসজিদ প্রাঙ্গনে মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
চরমোচারিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি নুরনবীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি ও শেরপুর সদর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম।
ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আবূ মাসুদ হাসানির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান, সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আতাউর রহমান, সেক্রেটারি আব্দুস সুবহান, বায়তুল মাল সম্পাদক শফিউল ইসলাম স্বপন সহ জামায়াতের নেতৃবৃন্দ ও গন্যমাণ্য ব্যক্তিবর্গ।