
শেরপুর প্রতিনিধি: শেরপুরে সুরমেলা সংগীত একাডেমির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৭ মার্চ বৃহস্পতিবার বিকালে সদর উপজেলার কুসুমহাটি বাজারে সুরমেলা সংগীত একাডেমির অফিসে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
সুরমেলা সংগীত একাডেমির সভাপতি অবসরপ্রাপ্ত সার্জেন্ট আব্দুল মজিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত মাস্টার ওয়ারেন্ট অফিসার বেলায়েত হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা ও দৈনিক তথ্যধারা পত্রিকার সম্পাদক মো: জাহাঙ্গীর আলম খান এটম।
এছাড়াও আরো বক্তব্য রাখেন, সুরমেলা সংগীত একাডেমির সহ-সভাপতি আব্দুল লতিফ, মোকলেছুর রহমান মেম্বার, আনছার আলী, সাধারণ সম্পাদক ও সাবেক মেম্বার আবুল কাশেম, দপ্তর সম্পাদক জিহাদী মাস্টারসহ আরো অনেকে।
এসময় সংগঠনের সকল সদস্যবৃন্দ ও গন্যমাণ্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।