
শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলা কুড়া ব্যবসায়ী সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৮ মার্চ শুক্রবার বিকালে শহরের বটতলায় কুড়া ব্যবসায়ী সমিতির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা কুড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ লুৎফর রহমান সোহাগ তালুকদার এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট মোহাম্মদ আব্দুল মান্নান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি কামরুল হাসান, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার মনোয়ার হোসেন রঞ্জু, শেরপুর পৌর সভার ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আমির হোসাইন বাদশা তালুকদার।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, উক্ত সমিতির সদস্য বৃন্দ, বিশিষ্ট সমাজ সেবক ও গণ্যমান্যব্যক্তিবর্গগন। ইফতার মাহফিলে ৫শতাধিক লোক অংশ গ্রহন করেন।