আলোকিত কন্ঠ ডেস্কঃ মানিকগঞ্জে পুরাতন ধলেস্বরী নদীর পাড়ের মনোরম পরিবেশ পাগলের দলের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছ। বসন্ত বিকেলের নির্মল এ মিলন মেলায় যৌবন বেলার সকল বন্ধুরা উপস্থিত থেকে প্রানোবন্ত করে তুলে এই ইফতার মাহফিল।
রবিবার (৩০ মার্চ) আছরের নামাজের পরে মানিকগঞ্জের ঘিওর উপজেলার পেঁচার কাঁন্দা গ্রামের ধলেস্বরী নদীর বন্ধু মহলের সকল সদস্য, বড় ভাই ছোট ভাই মিলে এ ইফতার মাহফিল এক মিলন মেলায় পরিনত হয়।
ঈদের আগের দিন প্রতিবছরের ন্যায় এবারও বন্ধু মহলের সকল বন্ধুদের অংশগ্রহণ ও সার্বিক সহযোগিতায় এ মাহফিলের মাধ্যমে একত্রিত হওয়ার সুযোগ সৃষ্টি । এসএসসি ১৯৯৯ ব্যাচের এলাকা কেন্দ্রীক বন্ধুের ডাকে সারা দিয়ে মানিকগঞ্জ জেলার বিভিন্ন প্রান্ত থেকে এ মাহফিলে ছুটে আসে সকল বন্ধুরা।
ইট সিমেন্টের নগর জীবনের কৃত্রিমতা আর কোলাহল এড়িয়ে প্রকৃতির কোলে এই মিলন মেলায় নতুন প্রানের সঞ্চারিত হয়ে উঠে সকলের মন। জৈবিক চাহিদা মেটাতে একেক জন একেক জায়গায় অবস্থান করার কারনে বন্ধুের সাথে দেখা হয় না দীর্ঘদিন। যৌবনের প্রতিটা মূহুর্ত এক সাথে কাটানো সেই মধুর স্মৃতির সঙ্গ দানকারী সকল বন্ধরা এক ছাতার নিচে অল্প সময়ের জন্য সবাইকে সেই যৌবনে ফিরিয়ে নিয়ে যায়।
এসময় একে অপরের সাথে আন্তরিক আলিঙ্গল ও আলাপ আলোচনার মাধ্যমে মেলন বন্দনে আবদ্ধ হয়। কেউ মেতে উঠে খুনসুটিতে, কেউ আবার স্মৃতিচারণের মাধ্যমে ফিরে যায় স্কুল জীবনের দিনগুলোতে।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho