১২:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

শেরপুরে জেল পলাতক দুই হাজতী গ্রেফতার

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ ০৭:৪০:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে

 

শেরপুর প্রতিনিধিঃ শেরপুরে পৃথক দুটি অভিযানে জেল পলাতক আফরোজ আলী(২৮) ও রাজিব মিয়া (২৯)নামের দুই হাজতীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪। বৃহস্পতিবার(৩এপ্রিল) পৃথক স্থান ও সময়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আফরোজ আলী সদর উপজেলার গৃণাপাড়া লসমনপুর এলাকার ইজ্জত আলীর এবং রাজিব মিয়া পশ্চিম শেরি এলাকার কবির হোসেনের ছেলে।

র‍্যাব জানায়, গত বছরের ৫আগষ্ট সরকার পতনের পর শেরপুর জেলা কারাগারে কয়েক হাজার দুষ্কৃতিকারী আক্রমণ করে। এসময় ৫১৮ জন হাজতী ও কয়েদী জেলখানা থেকে পালিয়ে যায়।
জেলা থেকে পালানোর পর সকল আসামী আত্মগোপনে চলে যায়।

এই ঘটনায় সিপিসি-১, র‍্যাব-১৪, জামালপুর কোম্পানি শেরপুর কারা কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসক কর্তৃক সরবরাহকৃত পলাতক হাজতী ও কয়েদীদের তালিকা সংগ্রহ করে উক্ত হাজতী ও কয়েদীদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান শুরু করে। পরে গোপনে সংবাদ পেয়ে র‍্যাবের একটি আভিযানিক দল বৃহস্পতিবার সন্ধ্যায় কুসুমহাটি এলাকা থেকে নারী ও শিশু নির্যাতন দমন মামলার
হাজতী নং-১৭০০/২৪ আফরোজ আলী এবং হত্যা মামলার হাজতী নং-২৬৯২/২৩ রাজিবকে পশ্চিম শেরি ব্রিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়।

পরে গ্রেফতারকৃত হাজতীদ্বয়কে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :
About Author Information

জনপ্রিয়

মধুখালীতে সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময় সভা

শেরপুরে জেল পলাতক দুই হাজতী গ্রেফতার

প্রকাশের সময়ঃ ০৭:৪০:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫

 

শেরপুর প্রতিনিধিঃ শেরপুরে পৃথক দুটি অভিযানে জেল পলাতক আফরোজ আলী(২৮) ও রাজিব মিয়া (২৯)নামের দুই হাজতীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪। বৃহস্পতিবার(৩এপ্রিল) পৃথক স্থান ও সময়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আফরোজ আলী সদর উপজেলার গৃণাপাড়া লসমনপুর এলাকার ইজ্জত আলীর এবং রাজিব মিয়া পশ্চিম শেরি এলাকার কবির হোসেনের ছেলে।

র‍্যাব জানায়, গত বছরের ৫আগষ্ট সরকার পতনের পর শেরপুর জেলা কারাগারে কয়েক হাজার দুষ্কৃতিকারী আক্রমণ করে। এসময় ৫১৮ জন হাজতী ও কয়েদী জেলখানা থেকে পালিয়ে যায়।
জেলা থেকে পালানোর পর সকল আসামী আত্মগোপনে চলে যায়।

এই ঘটনায় সিপিসি-১, র‍্যাব-১৪, জামালপুর কোম্পানি শেরপুর কারা কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসক কর্তৃক সরবরাহকৃত পলাতক হাজতী ও কয়েদীদের তালিকা সংগ্রহ করে উক্ত হাজতী ও কয়েদীদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান শুরু করে। পরে গোপনে সংবাদ পেয়ে র‍্যাবের একটি আভিযানিক দল বৃহস্পতিবার সন্ধ্যায় কুসুমহাটি এলাকা থেকে নারী ও শিশু নির্যাতন দমন মামলার
হাজতী নং-১৭০০/২৪ আফরোজ আলী এবং হত্যা মামলার হাজতী নং-২৬৯২/২৩ রাজিবকে পশ্চিম শেরি ব্রিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়।

পরে গ্রেফতারকৃত হাজতীদ্বয়কে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানায় হস্তান্তর করা হয়েছে।