
শেরপুর প্রতিনিধি: বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ চেয়ারম্যানের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ৪ এপ্রিল শুক্রবার বিকেলে পবিত্র ঈদ-উল ফিতর-২০২৫ উদযাপন শেষে যাত্রী সাধারণের ঈদ ফিরতি যাত্রা নিরাপদ ও নির্বিঘ্নে করার লক্ষ্যে জেলা প্রশাসন এর নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিআরটিএ শেরপুর সার্কেল এবং পুলিশ বিভাগ কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে মোটরযানের গতি নিয়ন্ত্রণ, ফিটনেস, রুটপামিট বিহীন যান, অতিরিক্ত যাত্রী বহন, পণ্যবাহি গাড়িতে যাত্রী বহন, অতিরিক্ত ভাড়া আদায় ও অন্যান্য অপরাধে ৪ টি মামলায় ১হাজার ৯ শত টাকা জরিমানা করা হয়।
অভিযানে বিআরটিএ শেরপুর সার্কেলের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও পুলিশ বিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন