০৯:২৩ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

ঈদের ছুটিতেও থেমে নেই সোমভাগ মডেল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের জরুরী সেবা 

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ ১২:৫২:০৪ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
  • ৫২ বার পড়া হয়েছে

ধামরাই প্রতিনিধি:

পবিত্র ঈদ উল ফিতরের সরকারি ছুটির দিন গুলোতেও ঢাকার ধামরাইয়ের সোমভাগ ইউনিয়নের মডেল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের জরুরী সেবা গুলো চলমান রয়েছে। এবারের ঈদ-উল-ফিতরে দীর্ঘ নয় দিনের সরকারি ছুটি ছিল। এই দীর্ঘ বন্ধেও সোমভাগ ইউনিয়নের মডেল স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের জরুরী সেবা গুলো পেয়ে স্থানীয় জনগণও আনন্দিত। ধামরাই উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের ক্লিনিক্যাল বিভাগের নিয়ন্ত্রণাধীন সকল প্রতিষ্ঠানসমূহেই জরুরি সেবা কার্যক্রম ঈদের ছুটিতেও অব্যাহত রাখা হয়েছিল।

সোমভাগ ইউনিয়নের মডেল স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে ২৪ ঘন্টাই  নিরাপদ প্রসবসেবা, প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা সেবা, গর্ভকালীন চেক-আপ ও গর্ভ-পরবর্তী চেক-আপ এর সকল প্রস্তুতি রয়েছে। সাধারণত সরকারি ছুটির দিনে জরুরি সেবা ছাড়া সকল বহিঃবিভাগীয় সেবা কার্যক্রম বন্ধ থাকে। কিন্তু ঈদের ছুটির দিন গুলোতেও সোমভাগ ইউনিয়ন মডেল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শিকা মলি আক্তারসহ সকলেই নিরবিচ্ছিন্নভাবে সেবা গ্রহীতাদের সেবা দিয়েছেন।

সোমভাগ ইউনিয়নের মডেল স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে সেবা নিতে আসা মারুফা আক্তার বলেন, আমার ঈদের আগে ছেলে হয়েছে। এখন আসছি প্রসব পরবর্তী চেক-আপ করাইতে। ঈদের ছুটিতে এমন নিরবিচ্ছিন্ন সেবা পাবো কল্পনাও করি নাই। স্বাভাবিকভাবে যে সেবা আমরা পেয়ে থাকি ঈদের এই ছুটির দিন গুলোতেও সেইভাবেই সেবা পাচ্ছি। স্বাস্থ্য কেন্দ্রর সকলকেই ধন্যবাদ জানাই।

সোমভাগ ইউনিয়নের মডেল স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শিকা মলি আক্তার বলেন, আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় আমরা ঈদের ছুটির মধ্যেও জুরুরী সেবা গুলো চলমান রেখেছিলাম। আমরা ঈদের দিনও দুইজন কে প্রসব পরবর্তী সেবা গুলো দিয়েছি। ঈদের আগে ও পরেও আমাদের গর্ভবতী মায়েদের নিয়মিত পরিক্ষার সেবা দেয়া হয়েছে। সেবা গ্রহীতারাও স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে এসে স্বাচ্ছন্দ্যে সেবা নিচ্ছেন। ঈদের ছুটির দিন গুলোতেও নিরবিচ্ছিন্ন এমন সেবা পেয়ে সেবা গ্রহীতারাও অনেক খুশি।

মলি আরো বলেন, আজকেও ৩ জন মাকে প্রসব পূর্ববর্তী সেবা, ২ জনকে প্রসব পরবর্তী সেবা এবং ১ জনকে প্রসব পরবর্তী নিরাপদ সেবা প্রদান করা হয়েছে। সেবাগ্রহীতাদের মধ্যে ঝুঁকিপূর্ণ গর্ভধারণ আছে কিনা তা যাচাই করা হচ্ছে।

ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়ন মডেল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শিকাগন জানান, এই ঈদের সরকারিব ন্ধেও জরুরী সেবা অব্যাহত রাখার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের সহায়তায় আমরা সচেষ্ট রয়েছি।

স্থানীয়দের সাথে এ বিষয়ে কথা বলে জানা যায়, তারা স্বাস্থ্য কেন্দ্রের সেবা সচল থাকায় খুবই সন্তুষ্ট। এসময় সম্পূর্ণ সেবা প্রদান কার্যক্রম তদারকি করেছেন মেডিকেল অফিসার, (এম সি এইচ-এফ পি) ডা. আব্দুল্লাহ আল মাহমুদ রাসেল এবং সকল কার্যক্রমে সার্বিকভাবে সহযোগিতা প্রদান করেছেন ধামরাই উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মমতাজ আক্তার।

 

About Author Information

জনপ্রিয়

ঈদের ছুটিতেও থেমে নেই সোমভাগ মডেল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের জরুরী সেবা 

প্রকাশের সময়ঃ ১২:৫২:০৪ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫

ধামরাই প্রতিনিধি:

পবিত্র ঈদ উল ফিতরের সরকারি ছুটির দিন গুলোতেও ঢাকার ধামরাইয়ের সোমভাগ ইউনিয়নের মডেল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের জরুরী সেবা গুলো চলমান রয়েছে। এবারের ঈদ-উল-ফিতরে দীর্ঘ নয় দিনের সরকারি ছুটি ছিল। এই দীর্ঘ বন্ধেও সোমভাগ ইউনিয়নের মডেল স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের জরুরী সেবা গুলো পেয়ে স্থানীয় জনগণও আনন্দিত। ধামরাই উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের ক্লিনিক্যাল বিভাগের নিয়ন্ত্রণাধীন সকল প্রতিষ্ঠানসমূহেই জরুরি সেবা কার্যক্রম ঈদের ছুটিতেও অব্যাহত রাখা হয়েছিল।

সোমভাগ ইউনিয়নের মডেল স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে ২৪ ঘন্টাই  নিরাপদ প্রসবসেবা, প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা সেবা, গর্ভকালীন চেক-আপ ও গর্ভ-পরবর্তী চেক-আপ এর সকল প্রস্তুতি রয়েছে। সাধারণত সরকারি ছুটির দিনে জরুরি সেবা ছাড়া সকল বহিঃবিভাগীয় সেবা কার্যক্রম বন্ধ থাকে। কিন্তু ঈদের ছুটির দিন গুলোতেও সোমভাগ ইউনিয়ন মডেল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শিকা মলি আক্তারসহ সকলেই নিরবিচ্ছিন্নভাবে সেবা গ্রহীতাদের সেবা দিয়েছেন।

সোমভাগ ইউনিয়নের মডেল স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে সেবা নিতে আসা মারুফা আক্তার বলেন, আমার ঈদের আগে ছেলে হয়েছে। এখন আসছি প্রসব পরবর্তী চেক-আপ করাইতে। ঈদের ছুটিতে এমন নিরবিচ্ছিন্ন সেবা পাবো কল্পনাও করি নাই। স্বাভাবিকভাবে যে সেবা আমরা পেয়ে থাকি ঈদের এই ছুটির দিন গুলোতেও সেইভাবেই সেবা পাচ্ছি। স্বাস্থ্য কেন্দ্রর সকলকেই ধন্যবাদ জানাই।

সোমভাগ ইউনিয়নের মডেল স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শিকা মলি আক্তার বলেন, আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় আমরা ঈদের ছুটির মধ্যেও জুরুরী সেবা গুলো চলমান রেখেছিলাম। আমরা ঈদের দিনও দুইজন কে প্রসব পরবর্তী সেবা গুলো দিয়েছি। ঈদের আগে ও পরেও আমাদের গর্ভবতী মায়েদের নিয়মিত পরিক্ষার সেবা দেয়া হয়েছে। সেবা গ্রহীতারাও স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে এসে স্বাচ্ছন্দ্যে সেবা নিচ্ছেন। ঈদের ছুটির দিন গুলোতেও নিরবিচ্ছিন্ন এমন সেবা পেয়ে সেবা গ্রহীতারাও অনেক খুশি।

মলি আরো বলেন, আজকেও ৩ জন মাকে প্রসব পূর্ববর্তী সেবা, ২ জনকে প্রসব পরবর্তী সেবা এবং ১ জনকে প্রসব পরবর্তী নিরাপদ সেবা প্রদান করা হয়েছে। সেবাগ্রহীতাদের মধ্যে ঝুঁকিপূর্ণ গর্ভধারণ আছে কিনা তা যাচাই করা হচ্ছে।

ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়ন মডেল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শিকাগন জানান, এই ঈদের সরকারিব ন্ধেও জরুরী সেবা অব্যাহত রাখার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের সহায়তায় আমরা সচেষ্ট রয়েছি।

স্থানীয়দের সাথে এ বিষয়ে কথা বলে জানা যায়, তারা স্বাস্থ্য কেন্দ্রের সেবা সচল থাকায় খুবই সন্তুষ্ট। এসময় সম্পূর্ণ সেবা প্রদান কার্যক্রম তদারকি করেছেন মেডিকেল অফিসার, (এম সি এইচ-এফ পি) ডা. আব্দুল্লাহ আল মাহমুদ রাসেল এবং সকল কার্যক্রমে সার্বিকভাবে সহযোগিতা প্রদান করেছেন ধামরাই উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মমতাজ আক্তার।