শেরপুর প্রতিনিধি: শেরপুরে ৮ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য শেরপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট শিক্ষার্থীরা ক্লাস- পরীক্ষা বর্জন ও অবস্থান কর্মসূচি পালন করে়ছে। ৮ এপ্রিল মঙ্গলবার সকাল ১১ টায় শেরপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে ৮ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস এবং পরীক্ষা বর্জন করে কৃষি প্রশিক্ষণ ইনস্টিউটে শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থীরা বলেন, আমরা কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা দীর্ঘদিন যাবং আমাদের ৮ দফা দাবি সরকারের বিভিন্ন মহল মাননীয় শিক্ষা উপদেষ্টা, মাননীয় কৃষি উপদেষ্টা, শিক্ষা সচিব, বিশ্ববিদ্যালয় মঞ্জর কমিশনের চেয়ারম্যান, ডি,এ,ই এর মহাপরিচালক সকল অধ্যক্ষের কার্যালয় ডিসি মহোদয়ের কাছে স্মারকলিপি প্রদান করেছিলাম। তারা আমাদের দাবি সমূহকে যৌতিক বলেছিলেন তারা দ্রুত সময়ের মধ্যে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবে বলে আশ্বাস করে ছিলেন। কর্তৃপক্ষ কোন কার্যকরী পদক্ষেপ আজ ও পর্যন্ত গ্রহণ করে নাই। যার ফলে আমরা সাধারণ শিক্ষার্থীরা হতাশা গ্রস্ত ভাবে দিন কাটাচ্ছি, আমরা আমাদের ভবিষ্যং ও শিক্ষাজীবন অন্ধকারের ঠেলে দিতে চাই না, কৃষি ডিপ্লোমা ছাত্রধিকার আন্দোলন কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ অনুযায়ী আমরা আমাদের দাবি চূড়ান্তভাবে আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ক্লাস এবং পরীক্ষা বর্জন করলাম।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho