০২:০৩ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

শিবালয় সদরউদ্দিন ডিগ্রি কলেজে প্রতিষ্ঠাতা আব্দুল মজিদ মিয়ার ২১তম মৃত্যুবার্ষিকী পালিত

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ ০৩:৪২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে

 

মো. চঞ্চল মাহমুদ খান, স্টাফ রিপোর্টারঃ মানিকগঞ্জ জেলার শিবালয় সদরউদ্দিন ডিগ্রি কলেজে গভীর শ্রদ্ধা ও ভাবগম্ভীর পরিবেশে পালিত হলো কলেজের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব আব্দুল মজিদ মিয়া-এর ২১তম মৃত্যুবার্ষিকী।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে কলেজ প্রাঙ্গণে  এ উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে দোয়া মাহফিলের সূচনা হয়। পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া মাহফিলে কলেজের শিক্ষক, পরিচালনা পর্ষদের সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অনেকেই অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তারা আব্দুল মজিদ মিয়ার শিক্ষা বিস্তারে অবদান তুলে ধরেন। তাঁরা বলেন, “তিনি ছিলেন একজন দূরদর্শী, পরিশ্রমী ও মানবপ্রেমিক মানুষ। তাঁরই নিরলস প্রচেষ্টায় প্রতিষ্ঠিত এই কলেজ আজ এলাকার শিক্ষার আলোকবর্তিকা হিসেবে কাজ করছে।”

সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. বাসুদেব কুমার দে শিকদার। এছাড়াও বক্তব্য রাখেন মো. নাসির উদ্দিন নাসির (সাংগঠনিক সম্পাদক শিবালয় উপজেলা বিএনপি) সহ অত্র কলেজের শিক্ষক মন্ডলীরা। সভার শেষে সকলে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শিক্ষার্থীদের আদর্শ মানুষ হওয়ার আহ্বান জানান।

Tag :
About Author Information

জনপ্রিয়

শেরপুরে সুপার হিরো ডিএ তায়েব ফ্যান ক্লাবের উদ্যোগে বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে দোয়া মাহফিল

শিবালয় সদরউদ্দিন ডিগ্রি কলেজে প্রতিষ্ঠাতা আব্দুল মজিদ মিয়ার ২১তম মৃত্যুবার্ষিকী পালিত

প্রকাশের সময়ঃ ০৩:৪২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫

 

মো. চঞ্চল মাহমুদ খান, স্টাফ রিপোর্টারঃ মানিকগঞ্জ জেলার শিবালয় সদরউদ্দিন ডিগ্রি কলেজে গভীর শ্রদ্ধা ও ভাবগম্ভীর পরিবেশে পালিত হলো কলেজের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব আব্দুল মজিদ মিয়া-এর ২১তম মৃত্যুবার্ষিকী।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে কলেজ প্রাঙ্গণে  এ উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে দোয়া মাহফিলের সূচনা হয়। পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া মাহফিলে কলেজের শিক্ষক, পরিচালনা পর্ষদের সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অনেকেই অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তারা আব্দুল মজিদ মিয়ার শিক্ষা বিস্তারে অবদান তুলে ধরেন। তাঁরা বলেন, “তিনি ছিলেন একজন দূরদর্শী, পরিশ্রমী ও মানবপ্রেমিক মানুষ। তাঁরই নিরলস প্রচেষ্টায় প্রতিষ্ঠিত এই কলেজ আজ এলাকার শিক্ষার আলোকবর্তিকা হিসেবে কাজ করছে।”

সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. বাসুদেব কুমার দে শিকদার। এছাড়াও বক্তব্য রাখেন মো. নাসির উদ্দিন নাসির (সাংগঠনিক সম্পাদক শিবালয় উপজেলা বিএনপি) সহ অত্র কলেজের শিক্ষক মন্ডলীরা। সভার শেষে সকলে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শিক্ষার্থীদের আদর্শ মানুষ হওয়ার আহ্বান জানান।