বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শার লক্ষনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আহসান হাবিব খোকনের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ স্থগিত করা হয়েছে। একই সঙ্গে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আহসান হাবিব খোকনের দলীয় পদ, অর্থাৎ ইউনিয়ন বিএনপির সভাপতির পদ হতে সাময়িকভাবে অব্যাহতি প্রদান করা হয়।
বুধবার (১০ মার্চ) সন্ধায় যশোর জেলা বিএনপির সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন খোকনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতির মাধ্যমে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় দলীয় শৃঙ্খলা ভঙ্গের
সু-নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শার্শা উপজেলার লক্ষনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আহসান হাবিব খোকনের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ স্থগিত করা হলো। দলের সকল নেতাকর্মিকে তার সাথে কোন রকম যোগাযোগ না রাখার জন্য ঐ বিজ্ঞপ্তিতেও বলা হয়েছে। এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এখন থেকে লক্ষনপুর ইউনিয়ন বিএপির এক নম্বর সহ-সভাপতি দলের চলতি দায়িত্ব পালন করবেন।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho