
নিজস্ব প্রতিবেদকঃ আজ পহেলা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দের প্রথম দিন। নববর্ষের প্রথম প্রহরেই বাঙালির ঘরে ঘরে লেগেছে উৎসবের রঙ। নতুন বছর মানেই নতুন আশা, নতুন আলো—আর সেই আলোর ছোঁয়ায় মুখর মানিকগঞ্জ হরিরামপুর উপজেলায় নানা আয়োজনে জমজমাট বৈশাখ।
মানিকগঞ্জ জেলা হরিরামপুর উপজেলা সভাপতি হাজী আবদুল হান্নান মৃধা ‘র নেতৃত্বে মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ আবদুল হক মোল্লা, জেলা জাসাসের আহবায়ক মোঃ মোশারফ হোসেন শিকদার, জেলা বিএনপির সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোঃ মহিউদ্দিন খান মঞ্জু, হরিরামপুর উপজেলা বিএনপির সিঃ সহ-সভাপতি মোঃ আব্দুল কুদ্দুস, সহ-সভাপতি হাজী ওবায়দুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক মোঃ শামীম আহমেদ শামীম, সাংগঠনিক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন খান দুলাল,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বুলবুল ইসলাম সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন শোভাযাত্রায় ছিলেন।