
আব্বাসী,স্টাফ রিপোর্টারঃ সারা দেশের ন্যায় মানিকগঞ্জের কেয়ারজানিতে ও আলোচনা সভা, দোয়া মাহফিল, বাংলা খাবার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে
বাংলা নববর্ষ পালন করেছে কেয়ারজানি লোকগীতি শিল্পী কল্যাণ গোষ্ঠী।
আজ ( ১৪ এপ্রিল) দুপুর ২ ঘটিকার সময় মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা মিতরা ইউনিয়নের কেয়ারজানি গ্রামে লোকগীতি শিল্পী কল্যাণ গোষ্ঠীর প্রতিষ্ঠাতা এমএ বারেকের বাড়িতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নববর্ষের তাৎপর্য শীর্ষক আলোচনা করেন কেয়ারজানি হুরুন্নাহার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আতোয়ার রহমান । শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বাংলাদেশ টেলিভিশন ও বেতার শিল্পী আবুল বাশার আব্বাসী, স্থানীয় শিল্পী মোহাম্মদ তসলিম উদ্দিন, পিপুলি সরকার, মশিউর রহমান, আবুল হোসেন প্রমূখ।