শেরপুর প্রতিনিধি: সৃষ্টিতে বিস্ময় এ শ্লোগান কে সামনে রেখে দর্শক নন্দিত বেসরকারি জনপ্রিয় টিভি চ্যানেল মাই টিভির ১৬ বছর পদার্পণ উপলক্ষে বিশ্ব মুসলিম উম্মার শান্তি এবং স্বাধীনতাকামী ফিলিস্তিন বাসির মুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ এপ্রিল) দুপুরে শেরপুরের শ্রীবরদী উপজেলার মারকাজুল ইসলাম জবেদ আলী মডেল মাদ্রাসায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাই টিভির শেরপুর জেলা প্রতিনিধি তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানার সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন মারকাজুল ইসলাম জবেদ আলী মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও মোহতামিম আলহাজ্ব হাফেজ ক্বারী মুহা সাইদুর রহমান, শ্রীবরদী উপজেলা ওলামা দলের আহবায়ক হাফেজ মাসুদুর রহমান, গণমাধ্যম কর্মী এটিএম রায়হান রতন, জুবায়ের সোহাগ, রেজাউল করিম রাজু, সাইমন, খোকন, ইসলামী ফাউন্ডেশনের শিক্ষক গাজীউর রহমান গাজী প্রমুখ।
অনুষ্ঠানে মিলাদ ও দোয়া পরিচালনা করেন মারকাজুল ইসলাম জবেদ আলী মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও মোহতামিম আলহাজ্ব হাফেজ ক্বারী মো: সাইদুর রহমান।
এসময় স্থানীয় গণমাধ্যম কর্মী, মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho