১২:১২ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

রংপুরে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ ০৫:৩৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

সহিদুল ইসলাম বিভাগীয় প্রতিনিধি রংপুর: রংপুরের কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি আব্দুল মজিদকে মীরবাগ বিষ্ণপুর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ

গ্রেপ্তার আব্দুল মজিদ ওই ইউনিয়নের মহেশা গ্রামের মৃত কপিল উদ্দিনের ছেলে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন রংপুরের কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ।

কাউনিয়া থানার ওসি আব্দুল লতিফ শাহ বলেন, আব্দুল মজিদ এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টায় নেতাকর্মীদের নিয়ে গোপনে মিটিং করেন। সেই মিটিং থেকে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করা হয়। এ অভিযোগে বিশেষ অভিযান চালিয়ে তাকে ১৫১ ধারায় গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ২৯ ডিসেম্বর রংপুর নগরীর তাজহাট এলাকায় জুলাই-আগস্টে ছাত্র-জনতার ওপর হামলা এবং ওমর ফারুক আহতের ঘটনায় করা মামলায় আব্দুল মজিদকে গ্রেপ্তার করা হয়েছিল। সেই মামলায় জামিনে ছিলেন তিনি। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

Tag :
About Author Information

জনপ্রিয়

মাইলস্টোনে আহত-নিহতদের তালিকা তৈরিতে  ছয় সদস্যের কমিটি গঠন

রংপুরে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

প্রকাশের সময়ঃ ০৫:৩৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫

সহিদুল ইসলাম বিভাগীয় প্রতিনিধি রংপুর: রংপুরের কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি আব্দুল মজিদকে মীরবাগ বিষ্ণপুর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ

গ্রেপ্তার আব্দুল মজিদ ওই ইউনিয়নের মহেশা গ্রামের মৃত কপিল উদ্দিনের ছেলে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন রংপুরের কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ।

কাউনিয়া থানার ওসি আব্দুল লতিফ শাহ বলেন, আব্দুল মজিদ এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টায় নেতাকর্মীদের নিয়ে গোপনে মিটিং করেন। সেই মিটিং থেকে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করা হয়। এ অভিযোগে বিশেষ অভিযান চালিয়ে তাকে ১৫১ ধারায় গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ২৯ ডিসেম্বর রংপুর নগরীর তাজহাট এলাকায় জুলাই-আগস্টে ছাত্র-জনতার ওপর হামলা এবং ওমর ফারুক আহতের ঘটনায় করা মামলায় আব্দুল মজিদকে গ্রেপ্তার করা হয়েছিল। সেই মামলায় জামিনে ছিলেন তিনি। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।