
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৩ নং ওয়ার্ডে বেগম সুফিয়া মডেল হাই স্কুলে মাঠে বাংলাদেশ বাইসাইকেল টুরিস্ট ক্লাবের উদ্যোগে তিন দিনব্যাপী বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
প্রথম দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র মজিবুর রহমান, দ্বিতীয় দিনের সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো:আমজাদ হোসেন,সদস্য সচিব কালিয়াকৈর পৌর যুবদল ও যুগ্ন আহবায়ক গাজীপুর জেলা যুবদল। অনুষ্ঠানের সভাপত্বিত করেন ইঞ্জিনিয়ার মো: রাসেল আহম্মেদ সাবেক যুগ্ম সম্পাদক গাজীপুর জেলা ছাত্রদল ।
এসময় মো:আমজাদ হোসেন বলেন, মেলায় স্টলগুলোতে গ্রাম বাংলার ঐতিহ্য ও লোকজ সংস্কৃৃতি ফুটিয়ে তোলা হয়েছে। স্থানীয় উদ্যোক্তাদের তৈরিকৃত বিভিন্ন পণ্যের পাশাপাশি ঐতিহ্যবাহী বিভিন্ন জিনিসপত্র স্টলগুলোতে স্থান পেয়েছে।এই মেলার মাধ্যমে তারা যেমন নিজেদের তৈরি পণ্য বিক্রির সুযোগ পাচ্ছেন, তেমনি ক্রেতাদের সঙ্গেও সরাসরি যোগাযোগ স্থাপন করতে পারছেন। এতে উদ্যোক্তাদের আত্মবিশ্বাস বাড়বে এবং তারা আরও বড় পরিসরে কাজ করার উৎসাহ পাবেন। আরো উপস্থিত ছিলেন, মোঃ আনোয়ার হোসেন ,যুগ্ন আহ্বায়ক কালিয়াকৈর পৌর যুবদল। মোঃ শাহাদাৎ হোসেন খান,
যুগ্ম আহ্বায়ক কালিয়াকৈর পৌর যুবদল , মোঃ আব্দুল হামিদ ,যুগ্ন আহবায়ক কালিয়াকৈর পৌর যুবদল, মোঃ জালাল উদ্দীন
যুগ্ন আহবায়ক কালিয়াকৈর পৌর যুবদল, মোঃ ফারুখ হোসেন,সদস্য গাজীপুর জেলা যুবদল। এ সময় আরো উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তৌহিদুর রহমান তুহিন,কালিয়াকৈর পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক মোঃ রহমত উল্লাহ খান সজিব, মোঃ হৃদয় হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ।