স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জঃ বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গুলিতে আহত জাহাঙ্গীরের খোঁজ নেয়নি কেউ বলে আক্ষেপ করে তিনি বলেন মাথার যন্ত্রণায় মাঝে মাঝে বেহুঁশ হয়ে পড়ি। চিকিৎসার জন্য অর্থের প্রয়োজন। আমার বাড়িভিটা ছিল সেটিও বন্ধক রেখে সেই টাকায় চিকিৎসার করানো হয়েছে। সরকারি বা বেসরকারি ভাবে কোন আর্থিক সহায়তা দেয়নি কেউ।
১৯ জুলাই নারায়ণগঞ্জ কাঁচপুর এলাকায় আন্দোলন চলাকালীন আমার মাথায় গুলি লেগে অজ্ঞান হয়ে পড়ে থাকলে পথচারীরা প্রথমে আল বারাকাহ হাসপাতালে নিয়ে গেলে সেখানে অবস্থার বেগতিক দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য মুমূর্ষু অবস্থায় নিয়ে যায়। পড়ে চিকিৎসকরা মাথায় অপারেশন করে মাথার হাড় ফেলে দেয়া হয়েছে।
এখনো মাথার যন্ত্রণায় রাতে ঘুমাতে পারিনা। চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রয়োজন।
আহত জাহাঙ্গীর নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার আমবাগ গ্রামের চাঁন মিয়ার ছেলে।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক বরাবর ৩ সেপ্টেম্বর ২০২৪ তারিখে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা চেয়ে আবেদন করলেও কোন সহযোগিতা এখনো পায়নি জাহাঙ্গীর। মো. জাহাঙ্গীর সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরে আর্থিক সহায়তা চেয়ে আবেদন করলেও কোন দপ্তর থেকে এখনো কোন সাড়া দেয়নি।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho