
রাউফুর রহমান পরাগঃ সরকার ঘোষিত নতুন নিম্নতম মজুরি বাস্তবায়নে দীর্ঘসূত্রতা ও মালিকপক্ষের উদাসীনতায় ক্ষুব্ধ সাভারের চামড়াশিল্প নগরীর শ্রমিকরা ওভারটাইমে (অতিরিক্ত সময়) কাজ বন্ধের ঘোষণা দিয়েছেন।
শনিবার (১৯ এপ্রিল) হরিণধরায় ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়ন কার্যালয়ের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়।
বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিকদের অভিযোগ, গত পাঁচ মাসেও গ্যাজেট প্রকাশিত হলেও তাদের মজুরি কাঠামো বাস্তবায়ন হয়নি। ফলে পরিবার-পরিজন নিয়ে কঠিন সময় পার করছেন তারা। আন্দোলনের অংশ হিসেবে এরই মধ্যে কয়েক দফায় কর্মবিরতি, মানববন্ধন ও বিক্ষোভ করেছেন শ্রমিকরা।
সমাবেশে ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবদুল মালেক, শ্রমিক নেতা শফিকুল ইসলামসহ অনেকে বক্তব্য দেন। তারা বলেন, ২১ এপ্রিল থেকে অতিরিক্ত সময়ের কোনো কাজ করবেন না শ্রমিকরা। এ কর্মসূচি চলবে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) পর্যন্ত। এর মধ্যে দাবি আদায় না হলে ঘোষণা আসবে নতুন কর্মসূচির।
শ্রমিক নেতা শফিকুল ইসলাম বলেন, “সরকার পাঁচটি গ্রেডে যে ন্যূনতম মজুরি নির্ধারণ করেছে, তা আন্দোলন ছাড়া আদায় সম্ভব নয়। আমরা বহুদিন ধরেই ধৈর্য ধরেছি। আর নয়, এবার ঐক্যবদ্ধভাবে দাবি আদায় করেই ছাড়ব।”
ট্যানারি ওয়ার্কারস ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল মালেক মালিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “অহেতুক উত্তেজনা সৃষ্টি করবেন না। আমরা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল আন্দোলনে বিশ্বাসী। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে এর দায় মালিকপক্ষকেই নিতে হবে।”
সভাপতি আবুল কালাম আজাদ বলেন, “২০ এপ্রিলের মধ্যে দাবি মানা না হলে, ২১ তারিখ থেকে শ্রমিকরা আর অতিরিক্ত সময়ের কোনো কাজ করবেন না। পরিস্থিতি দিনে দিনে জটিল হয়ে উঠছে, শ্রমিকদের ক্ষোভ চরমে।”
ট্যানারি শ্রমিকদের এ ঘোষণায় চামড়াশিল্প নগরীতে চরম উৎকণ্ঠা দেখা দিয়েছে। দ্রুত সময়ের মধ্যে শ্রমিকদের দাবি বাস্তবায়নে পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে উঠতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।