
নিজস্ব প্রতিবেদকঃ সাভারের আশুলিয়ায় একটি কার্টুন ফ্যাক্টরির ওয়েস্টিজ মালামাল দখলের উদ্দেশ্যে এলাকায় গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করার অভিযোগে অবৈধ অস্ত্রসহ এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি।
রবিবার (২০ এপ্রিল) সকালে সাভার ডিবি পুলিশ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মলনে এমন তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার সাভার সার্কেল মো. শাহীনুর কবির।
এর আগে ভোর রাতে গাজীপুরের পুবাইল থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
গ্রেপ্তারকৃত সন্ত্রাসী হলো জিয়া দেওয়ান সে জিরাবো ফুলবাগান এলাকার আলী দেওয়ানের ছেলে। ডিবি পুলিশ জানায়,গত ১৭ এপ্রিল আশুলিয়ার জিরাবো ফুল বাগান এলাকার এস এ এস প্যাকেজিং কারখানার ওয়েস্টিজ মালামাল দখলের উদ্দেশ্যে কারখানার সামনে দুই রাউন্ড গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে ডিবি পুলিশ ভোর রাতে গাজীপুরের পুবাইল এলাকায় গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে একটি অবৈধ বিদেশী পিস্তল ও গুলিসহ তাকে গ্রেপ্তার করে।এ বিষয়ে আজ সকাল ১১ টায় ঢাকা উত্তর ডিবি কার্যালয় এক সংবাদ সম্মেলন করে পুলিশ। সাত দিনের রিমান্ড চেয়ে তাকে সকালে আদালতে প্রেরণ করেছে পুলিশ।