০৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

খামেনিকে সৌদি বাদশাহর ‘গোপন চিঠি’, সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত 

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ ০১:২৪:৩১ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

আলোকিত কন্ঠ ডেস্কঃ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে একটি ‘গোপন চিঠি’ পাঠিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। চিঠিটি তেহরানে সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান সরাসরি খামেনির হাতে তুলে দেন।

বৃহস্পতিবার ইরান সফরকালে খামেনির সঙ্গে বৈঠক করেন সৌদি প্রতিরক্ষামন্ত্রী। এই সময় তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সুপ্রিম সেক্রেটারি আলী আকবর আহমাদিয়ান এবং সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরির সঙ্গেও সাক্ষাৎ করেন।

চিঠির বিষয়বস্তু প্রকাশ না করা হলেও, বৈঠকে ইরান-সৌদি সম্পর্ক জোরদার করার ব্যাপারে আলোচনা হয়েছে। খামেনি এ সময় বলেন, “আমরা বিশ্বাস করি ইসলামিক রিপাবলিক ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক উভয় দেশের জন্যই উপকারী হবে। দুই দেশ একে অপরের পরিপূরক হতে পারে।”

তিনি আরও বলেন, “বাহ্যিক শক্তির ওপর নির্ভর না করে, এই অঞ্চলের দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা আমাদের জন্য অধিক লাভজনক হবে।”

সৌদির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক ও অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

সৌদি আরবের কোনো উচ্চপদস্থ নেতা ২০০৬ সালের পর এবারই প্রথমবারের মতো খামেনির সঙ্গে বৈঠক করলেন। ওই বছর সৌদির তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স সৌদ আল ফয়সাল তেহরান সফর করেছিলেন।

সূত্র: সৌদি গ্যাজেট, আল-আরাবিয়া

Tag :
About Author Information

জনপ্রিয়

মানিকগঞ্জের শিবালয়ে শতরূপা ফাউন্ডেশনের চিকিৎসা সহায়তা পেলেন অসুস্থ আঃ আলিম

খামেনিকে সৌদি বাদশাহর ‘গোপন চিঠি’, সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত 

প্রকাশের সময়ঃ ০১:২৪:৩১ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫

আলোকিত কন্ঠ ডেস্কঃ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে একটি ‘গোপন চিঠি’ পাঠিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। চিঠিটি তেহরানে সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান সরাসরি খামেনির হাতে তুলে দেন।

বৃহস্পতিবার ইরান সফরকালে খামেনির সঙ্গে বৈঠক করেন সৌদি প্রতিরক্ষামন্ত্রী। এই সময় তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সুপ্রিম সেক্রেটারি আলী আকবর আহমাদিয়ান এবং সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরির সঙ্গেও সাক্ষাৎ করেন।

চিঠির বিষয়বস্তু প্রকাশ না করা হলেও, বৈঠকে ইরান-সৌদি সম্পর্ক জোরদার করার ব্যাপারে আলোচনা হয়েছে। খামেনি এ সময় বলেন, “আমরা বিশ্বাস করি ইসলামিক রিপাবলিক ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক উভয় দেশের জন্যই উপকারী হবে। দুই দেশ একে অপরের পরিপূরক হতে পারে।”

তিনি আরও বলেন, “বাহ্যিক শক্তির ওপর নির্ভর না করে, এই অঞ্চলের দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা আমাদের জন্য অধিক লাভজনক হবে।”

সৌদির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক ও অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

সৌদি আরবের কোনো উচ্চপদস্থ নেতা ২০০৬ সালের পর এবারই প্রথমবারের মতো খামেনির সঙ্গে বৈঠক করলেন। ওই বছর সৌদির তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স সৌদ আল ফয়সাল তেহরান সফর করেছিলেন।

সূত্র: সৌদি গ্যাজেট, আল-আরাবিয়া