আলোকিত কন্ঠ ডেস্কঃ জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ অভিনীত প্রথম সিনেমা ‘ফাতিমা’ এবার মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্মে। গত বছর ২৪ মে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সিনেমাটি।
প্রেক্ষাগৃহে মুক্তির আগেই সিনেমাটির প্রিমিয়ার হয় ইরানের ৪২তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। সেখানে নিজের অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কৃত হন তাসনিয়া ফারিণ। আন্তর্জাতিক অঙ্গনেও সিনেমাটি এবং ফারিণের অভিনয় অর্জন করে প্রশংসা।
দর্শকপ্রিয়তা এবং উৎসব প্রদর্শনীর পর এবার সিনেমাটি মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে।
ধ্রুব হাসান পরিচালিত এই সিনেমায় এক নারীর অতীত, বর্তমান, স্বপ্ন ও বাস্তবতার মিশেলে তৈরি হয়েছে এক গভীর হৃদয়ছোঁয়া কাহিনি।
তাসনিয়া ফারিণ ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন—ইয়াশ রোহান, তারিক আনাম খান, পান্থ কানাই, মানস বন্দ্যোপাধ্যায়সহ আরও অনেকে।
ওটিটিতে মুক্তি প্রসঙ্গে তাসনিয়া ফারিণ বলেন, 'ফাতিমা' সিনেমাটি মুক্তি পাওয়ার পর আন্তর্জাতিক মহল থেকে সেরা অভিনেত্রীর স্বীকৃতি পাওয়া ছিল দারুণ অভিজ্ঞতা। এবার সেই সিনেমা ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। আশা করছি, ওটিটিতে দর্শকরা সিনেমাটি খুব উপভোগ করবেন।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho