
জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দোতলা বিশিষ্ট প্রশাসনিক ভবনে ২০২৪-২৫ অর্থবছরের প্রায় ৪০ লক্ষ টাকা বরাদ্দের লিফট লাগানোর কাজ করা হচ্ছে। যেটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
লিফট লাগানোর বিষয়ে উপাচার্য ড.মো:রেজাউল করিম বলেন, পূর্বের প্রশাসন থাকাকালীন লিফট নির্মাণের জন্য প্রায় ৪০ লক্ষ টাকা গত অর্থবছরে (২০২৪-২৫) এ বাজেট পাশ করা হয়েছিল। এখন লিফটের বরাদ্দকৃত টাকা যদি, লিফট লাগানোর খাতে ব্যয় না করা হয় তাহলে টাকা চলে যাবে। লিফটের জন্য বরাদ্দ টাকা অন্য খাতে ব্যয় করা যাবে না। আমি ব্যক্তিগতভাবে লিফট লাগানোর বিষয়ে অনিচ্ছুক ছিলাম। যদি শিক্ষার্থীরা লিফট না লাগাতে চাই, তাহলে প্রশাসন থেকে লিফট লাগাবে না। আমি বলেছিলাম লিফট লাগানোর যে বরাদ্দ করেছিলো সেটা অন্যত্র স্থানে খরচ করতে কিন্তু বলা হয়েছে ওই টাকা অন্য খাতে ব্যয় করা যাবে না। তিনি আরো বলেন, প্রশাসনিক ভবনে যখন বাইরে থেকে অনেক মেহমান আসে তখন লিফটের ব্যবস্থা থাকলে তাদের দোতালায় উঠতে সুবিধা হবে।
লিফট লাগানোর বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী জাবেদ হোসেন চৌধুরী বলেন,
বর্তমানে থাকি পুরান ঢাকার একটি আলোবাতাসহীন ৫ তলা বাসার মেসে। বুয়া নেই নাস্তা থেকে শুরু করে সকল প্রকার খাবারের জন্য দৈনিক সিড়ি বেয়ে উঠা নামা করতে হয়। আর তারা সামান্য ২য় তলায় উঠতে লিফটের ব্যবস্থা করছেন তাও নিজেদের জন্য। আক্ষেপ নিয়ে প্রশ্ন করেন জগন্নাথের এই দুঃখ কবে ঘুচবে?