১২:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

শেরপুরে ধান ক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ ০৫:২৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে

 

শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার মির্জাপুর-কান্দিপাড়া বিএম রোডের পাশে ধান ক্ষেত থেকে আব্দুল লতিফ (৪৫) নামে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) সকালে স্থানীয়রা ধান ক্ষেতে অজ্ঞাতনামা লাশ দেখতে পেয়ে সদর থানায় খবর দেয়।

খবর পেয়ে শেরপুরের পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ (সদর সার্কেল) মোঃ আব্দুল করিম, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জুবায়দুল আলম, ওসি তদন্ত জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল গিয়ে ওই অটো চালকের লাশ উদ্ধার করেন।

নিহত আব্দুল লতিফ সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের কুমরী কাটাজান গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে।

এদিকে লাশ উদ্ধারের খবর পেয়ে নিহত অটো চালক আঃ লতিফের ছেলে মনিরুজ্জামান ঘটনাস্থল গিয়ে তার বাবার লাশ সনাক্ত করেন। পুলিশ ধারণা করছে আঃ লতিফকে দুর্বৃত্তরা শ্বাসরোধে হত্যা করেই তার অটো ছিনতাই করে নিয়ে গেছে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, অটোরিকশার চালক আব্দুল লতিফ প্রতিদিনের মতো গতকাল রোববার সকালে তাঁর গাড়ি নিয়ে যাত্রী পরিবহনের জন্য বের হন। তবে রাত পেরিয়ে গেলেও তিনি বাড়ি ফেরেননি। সোমবার সকালে বিএম রোডের পাশে একটি ধান ক্ষেতে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।

খবর পেয়ে সদর থানা-পুলিশ ও পিবিআই ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন। পরে ময়নাতদন্তের জন্য লাশটি শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম বলেন, লাশ উদ্ধারের ঘটনায় তদন্ত শুরু হয়েছে। ঘটনার সঙ্গে যে বা যারাই জড়িত হোক, তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Tag :
About Author Information

জনপ্রিয়

বিকেএসপিতে জুলাই গণঅভ্যূত্থান  ও শহীদ দিবস পালিত

শেরপুরে ধান ক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

প্রকাশের সময়ঃ ০৫:২৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫

 

শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার মির্জাপুর-কান্দিপাড়া বিএম রোডের পাশে ধান ক্ষেত থেকে আব্দুল লতিফ (৪৫) নামে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) সকালে স্থানীয়রা ধান ক্ষেতে অজ্ঞাতনামা লাশ দেখতে পেয়ে সদর থানায় খবর দেয়।

খবর পেয়ে শেরপুরের পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ (সদর সার্কেল) মোঃ আব্দুল করিম, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জুবায়দুল আলম, ওসি তদন্ত জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল গিয়ে ওই অটো চালকের লাশ উদ্ধার করেন।

নিহত আব্দুল লতিফ সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের কুমরী কাটাজান গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে।

এদিকে লাশ উদ্ধারের খবর পেয়ে নিহত অটো চালক আঃ লতিফের ছেলে মনিরুজ্জামান ঘটনাস্থল গিয়ে তার বাবার লাশ সনাক্ত করেন। পুলিশ ধারণা করছে আঃ লতিফকে দুর্বৃত্তরা শ্বাসরোধে হত্যা করেই তার অটো ছিনতাই করে নিয়ে গেছে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, অটোরিকশার চালক আব্দুল লতিফ প্রতিদিনের মতো গতকাল রোববার সকালে তাঁর গাড়ি নিয়ে যাত্রী পরিবহনের জন্য বের হন। তবে রাত পেরিয়ে গেলেও তিনি বাড়ি ফেরেননি। সোমবার সকালে বিএম রোডের পাশে একটি ধান ক্ষেতে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।

খবর পেয়ে সদর থানা-পুলিশ ও পিবিআই ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন। পরে ময়নাতদন্তের জন্য লাশটি শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম বলেন, লাশ উদ্ধারের ঘটনায় তদন্ত শুরু হয়েছে। ঘটনার সঙ্গে যে বা যারাই জড়িত হোক, তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।