০৬:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা জেলা ছাত্রদল উত্তরের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের ফ্রি চিকিৎসা প্রদান

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ ০২:১৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে

 

রাউফুর রহমান পরাগঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশনায় ঢাকা জেলা উত্তর ছাত্রদলের উদ্যোগে আশুলিয়ায় এসএসসি ও সমমানের পরীক্ষার্থী ও অভিভাবকদের ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

সোমবার সকালে আশুলিয়ার ঘোড়াপীর মাজার আলহাজ্ব জাফর বেপারী উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রের সামনে অন্যান্য দিনের ন্যায় এই সব কর্মসূচির আয়োজন করেন সংগঠনটির নেতৃবৃন্দ।

এছাড়াও তাদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ, ওষুধ সরবরাহ, পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে। এসময় সিনিয়র ডাক্তার এর মাধ্যমে অভিভাবকদের ভিপি মেশন দিয়ে প্রেশার নির্ণয় করা সহ বিভিন্ন স্বাস্থ্য পরামর্শও দেওয়া হয়। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থী,অভিভাবক ও সর্বসাধারণরা।

এসময় পরীক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনা সৃষ্টির লক্ষ্যে বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল। তবে সামনের দিনগুলোতে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান সংগঠনটির নেতৃবৃন্দ।

এবিষয়ে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন তরুণ প্রজন্মের উন্নয়নে বিএনপির অঙ্গীকারের কথা তুলে ধরেন। তাদের এই কার্যক্রমে শিক্ষার্থী ও অভিভাবকরা খুশী হয়েছেন। পরীক্ষার শেষ দিন পর্যন্ত তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এব্যাপারে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল বলেন, ছাত্রদল অতীতে মানুষের উন্নয়নে কাজ করেছে এবং ভবিষ্যতেও এর পাশাপাশি মানুষের মনে জায়গা করে নিতে আরও নতুন কিছু সংযোজন করবেন।

অন্যদিকে ফ্রি চিকিৎসা সেবা পেয়ে অভিভূত হয়েছেন অভিভাবকেরা। তাদের এই মানবিক উদ্যোগ অব্যাহত থাকলে ভবিষ্যতে মানুষের মাঝে আলাদা একটা জায়গা করে নিবে বলে তারা আশাবাদ ব্যাক্ত করেন। এ ধরনের সেবা শিক্ষার্থীদের মনোবল বৃদ্ধিতেও সহায়ক ভূমিকা রাখবে বলে জানান তারা।

অভিভাবক কুলসুম বেগম বলেন, আমার মেয়ে এই কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে। এখানে এসে ঢাকা জেলা ছাত্র দলের উদ্যোগ দেখে আমরা অভিভূত হয়েছি। অন্যান্য সরকারের সময়ে এরকম ভিন্নধর্মী আয়োজন আমরা দেখি নাই। ছাত্রদল শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিয়েছেন। অভিভাবক যারাই এখানে এসেছি, আমাদের জন্য বসার ব্যবস্থাসহ বিশুদ্ধ পানিরও ব্যবস্থা করেছেন। এর পাশাপাশি তারা ফ্রি চিকিৎসা সেবাও দিয়েছেন বলে তারা প্রশংসার দাবিদার।

এবিষয়ে গণস্বাস্থ্য মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. মো.শাকিল মাহমুদ বলেছেন, ছাত্রদলের ভিন্ন এই মানবিক কাজে শিক্ষার্থী ও অভিভাবকদের ফ্রি চিকিৎসা সেবা দিতে পেরে নিজের মাঝে অন্যরকম অনুভূতি ফিল হচ্ছে।

এসময় আরও উপস্থিত ছিলেন, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জনি দেওয়ান, সাবেক যুগ্ম-আহ্বায়ক ও আশুলিয়া থানা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী ইসমাইল হাবিব প্রমুখ।

Tag :
About Author Information

জনপ্রিয়

বিকেএসপি’তে  আমন্ত্রণমূলক আন্তর্জাতিক জুডো প্রতিযোগিতা শুরু

ঢাকা জেলা ছাত্রদল উত্তরের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের ফ্রি চিকিৎসা প্রদান

প্রকাশের সময়ঃ ০২:১৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

 

রাউফুর রহমান পরাগঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশনায় ঢাকা জেলা উত্তর ছাত্রদলের উদ্যোগে আশুলিয়ায় এসএসসি ও সমমানের পরীক্ষার্থী ও অভিভাবকদের ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

সোমবার সকালে আশুলিয়ার ঘোড়াপীর মাজার আলহাজ্ব জাফর বেপারী উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রের সামনে অন্যান্য দিনের ন্যায় এই সব কর্মসূচির আয়োজন করেন সংগঠনটির নেতৃবৃন্দ।

এছাড়াও তাদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ, ওষুধ সরবরাহ, পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে। এসময় সিনিয়র ডাক্তার এর মাধ্যমে অভিভাবকদের ভিপি মেশন দিয়ে প্রেশার নির্ণয় করা সহ বিভিন্ন স্বাস্থ্য পরামর্শও দেওয়া হয়। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থী,অভিভাবক ও সর্বসাধারণরা।

এসময় পরীক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনা সৃষ্টির লক্ষ্যে বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল। তবে সামনের দিনগুলোতে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান সংগঠনটির নেতৃবৃন্দ।

এবিষয়ে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন তরুণ প্রজন্মের উন্নয়নে বিএনপির অঙ্গীকারের কথা তুলে ধরেন। তাদের এই কার্যক্রমে শিক্ষার্থী ও অভিভাবকরা খুশী হয়েছেন। পরীক্ষার শেষ দিন পর্যন্ত তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এব্যাপারে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল বলেন, ছাত্রদল অতীতে মানুষের উন্নয়নে কাজ করেছে এবং ভবিষ্যতেও এর পাশাপাশি মানুষের মনে জায়গা করে নিতে আরও নতুন কিছু সংযোজন করবেন।

অন্যদিকে ফ্রি চিকিৎসা সেবা পেয়ে অভিভূত হয়েছেন অভিভাবকেরা। তাদের এই মানবিক উদ্যোগ অব্যাহত থাকলে ভবিষ্যতে মানুষের মাঝে আলাদা একটা জায়গা করে নিবে বলে তারা আশাবাদ ব্যাক্ত করেন। এ ধরনের সেবা শিক্ষার্থীদের মনোবল বৃদ্ধিতেও সহায়ক ভূমিকা রাখবে বলে জানান তারা।

অভিভাবক কুলসুম বেগম বলেন, আমার মেয়ে এই কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে। এখানে এসে ঢাকা জেলা ছাত্র দলের উদ্যোগ দেখে আমরা অভিভূত হয়েছি। অন্যান্য সরকারের সময়ে এরকম ভিন্নধর্মী আয়োজন আমরা দেখি নাই। ছাত্রদল শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিয়েছেন। অভিভাবক যারাই এখানে এসেছি, আমাদের জন্য বসার ব্যবস্থাসহ বিশুদ্ধ পানিরও ব্যবস্থা করেছেন। এর পাশাপাশি তারা ফ্রি চিকিৎসা সেবাও দিয়েছেন বলে তারা প্রশংসার দাবিদার।

এবিষয়ে গণস্বাস্থ্য মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. মো.শাকিল মাহমুদ বলেছেন, ছাত্রদলের ভিন্ন এই মানবিক কাজে শিক্ষার্থী ও অভিভাবকদের ফ্রি চিকিৎসা সেবা দিতে পেরে নিজের মাঝে অন্যরকম অনুভূতি ফিল হচ্ছে।

এসময় আরও উপস্থিত ছিলেন, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জনি দেওয়ান, সাবেক যুগ্ম-আহ্বায়ক ও আশুলিয়া থানা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী ইসমাইল হাবিব প্রমুখ।