শেরপুর প্রতিনিধিঃ শেরপুরে অবৈধ হাইড্রোলিক হর্ণ ব্যবহারের মাধ্যমে শব্দদূষণ করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ জন বাস-ট্রাক চালককে জরিমানা করা হয়েছে।
২১ এপ্রিল সোমবার বিকালে শেরপুর শহরের গৌরীপুর এলাকায় শেরপুর-জামালপুর সড়কে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব সরকার।
জেলা পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, "শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারত্বমূলক প্রকল্প" এর আওতায় শেরপুর জেলা পরিবেশ অধিদপ্তর কর্তৃক সোমবার বিকেলে শহরের গৌরীপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালানা করা হয়। অভিযানকালে শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০০৬ লঙ্ঘনের দায়ে ৫ জন বাস ও ট্রাক চালককে মোট ৬ হাজার টাকা জরিমানা আদায় সহ ৯টি অবৈধ হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস।
এ ব্যাপারে জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস জানান, শব্দ দূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho