নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ গলফ ফেডারেশনের উদ্যোগে অ্যামেচার গলফ টুর্নামেন্ট-২০২৫ উদ্ভোদন করা হয়েছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) বিকালে সাভারের গলফ ক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আন্তর্জাতিক এ টুর্ণামেন্টে বাংলাদেশ জাতীয় দল ছাড়াও, মালয়েশিয়া, ভুটান, নেপাল, ইরান, পাকিস্তান ও দক্ষিণ কোরিয়ার
অংশগ্রহণ করেন। এছাড়াও ২৪ জন বিদেশি গলফারসহ সর্বমোট ১১৪ জন এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।
এ সময় প্রধান অতিথি হিসেবে লেফটেন্যান্ট জেনারেল উপস্থিত ছিলেন লেঃ জেনারেল মোহাম্মদ শাহিনুল হক, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ গলফ ফেডারেশন, মেজর জেনারেল মোহাম্মদ মঈন খান, প্রেসিডেন্ট সাভার গলফ ক্লাব, এছাড়াও গলফ ক্লাবের সেক্রেটারি জেনারেল মোঃ তৌহিদ হাসান সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho