
সহিদুল ইসলাম, বিভাগীয় প্রতিনিধি রংপুরঃ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে এক্লাম্পসিয়া রোগে আক্রান্ত এক রোগীকে মেয়াদোত্তীর্ণ স্যালাইন পুশ করার অভিযোগ উঠেছে। সম্প্রতি হাসপাতালের একলামশিয়া ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই রোগীর নাম ভক্তি রানী (১৮)। তিনি সদর উপজেলা কামাত কাজলদীঘি এলাকার ছোবারভিটা গ্রামের সুধীর রায়ের মেয়ে।
বুধবার (২৩ এপ্রিল) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পঞ্চগড় সিভিল সার্জন ডা. মিজানুর রহমান।
ওই রোগীর স্বজনরা জানান, সোমবার সকাল ৮টার দিকে এক্লাম্পসিয়া রোগে আক্রান্ত হওয়া ভক্তি রানীকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করানো হয়। এ সময় হাসপাতালের চিকিৎসক বিভিন্ন ওষুধ ও স্যালাইন দেন। পরে স্যালাইন পুশ করার পর রোগীর শরীরে নানা জটিলতা দেখা দেয়। তার শরীরে দুই বোতল ১০০ মিলিগ্রামের স্যালাইন পুশ করার পর দেখা যায় স্যালাইনের মেয়াদ নেই। হাসপাতাল থেকে দেওয়া স্যালাইনের প্যাকেটে মেয়াদোত্তীর্ণের তারিখ ১২/২০২৪, অর্থাৎ চার মাস আগে মেয়াদ শেষ হয়েছে।
ওই রোগীর এক স্বজন ক্ষোভ প্রকাশ করে বলেন, একটা স্যালাইন শেষ হয়েছে, নার্স মেয়াদের তারিখ না দেখেই আরেকটি স্যালাইন পুশ করে। যার মেয়াদ চার মাস আগে শেষ হয়েছে। পরে স্যালাইন খুলে ফেলা হয়। ওই নার্স তার দায়িত্বে অবহেলা করেছে। আর কোনো রোগীর সঙ্গে যেন এ ধরনের ঘটনা না ঘটে, সেজন্য প্রতিকার এবং বিচার চাই।
পঞ্চগড় সিভিল সার্জন মো. মিজানুর রহমান বলেন, এ ব্যাপারে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কেন, কীভাবে ঘটল ঘটনাটি জানার চেষ্টা করছি। আপাতত রোগীটি সুস্থ আছে।