শেরপুর প্রতিনিধিঃ শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে “পবিত্র কুরআন ও হাদীসের আলোকে পরিবেশ ও প্রতিবেশ সুরক্ষায় বৃক্ষের গুরুত্ব, বন, বন্যপ্রাণি, পাহাড়-টিলা ও জীববৈচিত্র্য সংরক্ষণ” বিষয়ক রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
২৩ এপ্রিল বুধবার শেরপুর ইদ্রিসিয়া কামিল (এম.এ) মাদ্রাসায় এ প্রতিযোগিতার আয়োজন করে শেরপুর জেলা পরিবেশ অধিদপ্তর। আয়োজনে সার্বিক সহায়তা করেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও ইদ্রিসিয়া কামিল (এম.এ) মাদ্রাসা কতৃপক্ষ।
ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতায় পরিবেশ সুরক্ষায় ইসলামের দৃষ্টিভঙ্গি তুলে ধরে মাদ্রাসা শিক্ষার্থীরা সৃজনশীল রচনা উপস্থাপন করে। উক্ত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন শেরপুর সদর উপজেলার ইদ্রিসিয়া কামিল (এম.এ) মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী মোছাঃ ফাহমিদা আক্তার ইকরা, দ্বিতৃীয় স্থান অধিকার করেন শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া ইউনিয়ন বালিকা দাখিল মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী লোপা আক্তার ও তৃতীয় স্থান অধিকার করেন নালিতাবাড়ি উপজেলার গোজাকুড়া দাখিল মাদ্রাসার নমব শ্রেণির শিক্ষার্থী আবদুল্লাহ আল নোমান।
উক্ত রচনা প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শেরপুর জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: নূর কুতুবে আলম সিদ্দিক, পরিদর্শক সুশীল কুমার দাস, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের প্রতিনিধি মোঃ খোরশেদ আলম, ইদ্রিসিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোঃ ফজলুর রহমান প্রমুখ।
শেরপুর জেলা পরিবেশ অধিদপ্তরের পক্ষ হতে জানানো হয়, আগামী ৫ জুন ২০২৫, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার ও সনদ প্রদান করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho