এবি আব্বাসী,স্টাফ রিপোর্টারঃ মানিকগঞ্জে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, অন্তর্বর্তী সরকারের আইনগত কোন ভিত্তি নেই, আন্দোলন সংগ্রাম যারা করেছেন তারা আপনাকে বানিয়েছে।
আওয়ামী লীগের ভবিষ্যত কি হবে, তারা রাজনীতি করবে কি করবে না, এটার দায়িত্ব আপনাদের। আইন আদালতের দোহাই দিয়ে জনগনের ওপর চাপিয়ে দিলে হবে না।গতকাল মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া চান্দহর গ্রামে চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়ি পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন আওয়ামী ফ্যাসীবাদের দোসররা ঈর্শান্বিত হয়ে এই চিত্রশিল্পীর বাড়িতে আগুন দিয়েছে। আওয়ামী সন্ত্রাসীরা তৃণমূলে ঘাপটি মেরে বসে আছে। তারা বাড়ি ঘরে আগুন দিয়ে জালিয়ে দিচ্ছে। যারা নাসকতা করছে তাদের দমনে কি আইন আপনাদের করতে হবে।
এসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের হাতে ১ লাখ টাকা অনুদান প্রদান করা হয়।
উল্লেখ্য ঢাকায় পহেলা বৈশাখের শোভাযাত্রায় ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ তৈরির অভিযোগে মানিকগঞ্জে চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িত আগুন দেয় সন্ত্রাসীরা। আগুনে শিল্পীর সব চিত্রকর্মসহ একটি আধাপাকা কাচারিঘর পুড়ে যায়।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho