জবি প্রতিনিধি, মোঃ রাসেল খানঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবিসমূহ বাস্তবায়নের লক্ষ্যেঃ গত ২৪ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম।
উল্লেখ্য, গতকাল (২৩ এপ্রিল) শিক্ষার্থীদের পক্ষ থেকে উপাচার্যের নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়, যেখানে বিভিন্ন যৌক্তিক ও সময়োপযোগী দাবির কথা তুলে ধরা হয়। সেই দাবিসমূহ পর্যালোচনা ও বাস্তবায়নের করণীয় নির্ধারণের উদ্দেশ্যেই আজকের এ সভার আয়োজন করা হয়।
সভায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দায়িত্বে নিয়োজিত শিক্ষকবৃন্দ, শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, এবং শিক্ষার্থী সংশ্লিষ্ট কমিটির সম্মানিত সদস্যরা উপস্থিত ছিলেন। তারা শিক্ষার্থীদের উত্থাপিত বিষয়গুলো গভীর মনোযোগ ও গুরুত্বের সঙ্গে বিশ্লেষণ করেন এবং সর্বসম্মতিক্রমে বাস্তবায়নের জন্য গঠনমূলক সিদ্ধান্ত গ্রহণ করেন।
সভায় সিদ্ধান্ত হয় যে, আগামী ২৮ এপ্রিল ২০২৫, সোমবার মুক্তমঞ্চে শিক্ষার্থীদের সামনে তাদের দাবিসমূহের বাস্তবায়ন অগ্রগতি তুলে ধরা হবে। এতে করে শিক্ষার্থীরা সংশ্লিষ্ট কার্যক্রম সম্পর্কে সরাসরি ধারণা লাভ করতে পারবেন।
এছাড়াও, দাবিগুলোর যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে অচিরেই একটি প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান, মাননীয় শিক্ষা উপদেষ্টা এবং মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। এর মাধ্যমে দাবিসমূহ দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়নের পথ সুগম হবে বলে আশা প্রকাশ করেন সভায় অংশগ্রহণকারীরা।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho