০৮:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় এনজিও কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ ০৫:৫৮:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

সহিদুল ইসলাম বিভাগীয় প্রতিনিধ রংপুর: গাইবান্ধার ফুলছড়িতে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) প্রশিকার হিরা খাতুন (৩৩) নামের এক নারী কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের মদনেরপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

ওই এনজিওকর্মী নাটোরের সিংড়া উপজেলার বনগ্রামের হাবিবুর রহমানের মেয়ে এবং প্রশিকার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া শাখায় মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, হিরা খাতুন বুধবার (২৩ এপ্রিল) প্রশিকা অফিসে কাজ শেষে বাসায় ফেরেন। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে তিনি অফিসে না আসায় সহকর্মীরা তার মোবাইলে একাধিকবার ফোন করলেও কোনো সাড়া মেলেনি। পরে তারা বাসায় গিয়ে দরজায় ধাক্কাধাক্কি করেও তার সাড়া না পেয়ে জানালার ফাঁক দিয়ে মোবাইলের আলোতে দেখেন, ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ ঝুলছিল। পরে থানায় খবর দিলে ফুলছড়ি থানা পুলিশ ওই এনজিওকর্মীর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

বাসার মালিক শহিদুর রহমান বলেন, প্রশিকা মদনেরপাড়া শাখার ম্যানেজার সুরেষ চন্দ্র বর্মণ গ্রাহকদের প্রায় কোটি টাকা নিয়ে গেল রোজার ঈদের সময় থেকে পালিয়ে রয়েছেন। এরপর থেকে গ্রাহকরা হিরাসহ এনজিওর অন্যান্য কর্মীদের ওপর টাকা ফেরতের চাপ দিয়ে আসছিল।

প্রশিকার বিভাগীয় ব্যবস্থাপক আনন্দ মোহন বলেন, ম্যানেজার সুরেষ চন্দ্র ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার পর আর অফিসে আসেননি। গ্রাহকদের অভিযোগ থেকে আমরা জানতে পারি, তিনি প্রায় কোটি টাকা নিয়ে পালিয়েছেন। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং প্রমাণ সাপেক্ষে গ্রাহকদের টাকা ফেরতের উদ্যোগ নেওয়া হবে। তবে হিরা খাতুন কেন আত্মহত্যা করেছেন, তা আমাদের জানা নেই।

কঞ্চিপাড়া ইউপি চেয়ারম্যান সোহেল রানা শালু বলেন, ‘আমি কয়েকদিন ধরে শুনে আসছি, ম্যানেজার সুরেষ চন্দ্র গ্রাহকদের টাকা নিয়ে পালিয়েছেন। সেই চাপেই হয়তো হিরা আত্মহত্যা করেছেন।’

এ বিষয় ফুলছড়ি থানার ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের মর্গে পাঠানো হয়েছে। স্বজনদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
About Author Information

জনপ্রিয়

গাইবান্ধায় এনজিও কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশের সময়ঃ ০৫:৫৮:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

সহিদুল ইসলাম বিভাগীয় প্রতিনিধ রংপুর: গাইবান্ধার ফুলছড়িতে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) প্রশিকার হিরা খাতুন (৩৩) নামের এক নারী কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের মদনেরপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

ওই এনজিওকর্মী নাটোরের সিংড়া উপজেলার বনগ্রামের হাবিবুর রহমানের মেয়ে এবং প্রশিকার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া শাখায় মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, হিরা খাতুন বুধবার (২৩ এপ্রিল) প্রশিকা অফিসে কাজ শেষে বাসায় ফেরেন। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে তিনি অফিসে না আসায় সহকর্মীরা তার মোবাইলে একাধিকবার ফোন করলেও কোনো সাড়া মেলেনি। পরে তারা বাসায় গিয়ে দরজায় ধাক্কাধাক্কি করেও তার সাড়া না পেয়ে জানালার ফাঁক দিয়ে মোবাইলের আলোতে দেখেন, ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ ঝুলছিল। পরে থানায় খবর দিলে ফুলছড়ি থানা পুলিশ ওই এনজিওকর্মীর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

বাসার মালিক শহিদুর রহমান বলেন, প্রশিকা মদনেরপাড়া শাখার ম্যানেজার সুরেষ চন্দ্র বর্মণ গ্রাহকদের প্রায় কোটি টাকা নিয়ে গেল রোজার ঈদের সময় থেকে পালিয়ে রয়েছেন। এরপর থেকে গ্রাহকরা হিরাসহ এনজিওর অন্যান্য কর্মীদের ওপর টাকা ফেরতের চাপ দিয়ে আসছিল।

প্রশিকার বিভাগীয় ব্যবস্থাপক আনন্দ মোহন বলেন, ম্যানেজার সুরেষ চন্দ্র ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার পর আর অফিসে আসেননি। গ্রাহকদের অভিযোগ থেকে আমরা জানতে পারি, তিনি প্রায় কোটি টাকা নিয়ে পালিয়েছেন। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং প্রমাণ সাপেক্ষে গ্রাহকদের টাকা ফেরতের উদ্যোগ নেওয়া হবে। তবে হিরা খাতুন কেন আত্মহত্যা করেছেন, তা আমাদের জানা নেই।

কঞ্চিপাড়া ইউপি চেয়ারম্যান সোহেল রানা শালু বলেন, ‘আমি কয়েকদিন ধরে শুনে আসছি, ম্যানেজার সুরেষ চন্দ্র গ্রাহকদের টাকা নিয়ে পালিয়েছেন। সেই চাপেই হয়তো হিরা আত্মহত্যা করেছেন।’

এ বিষয় ফুলছড়ি থানার ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের মর্গে পাঠানো হয়েছে। স্বজনদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।