আব্বাসী, স্টাফ রিপোর্টারঃ মানিকগঞ্জে ১লাখ ৮০ হাজার টাকা মূল্যের ৬০০পিস ইয়াবা সহ ২জনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আজ বিষয়টি নিশ্চত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মানিকগঞ্জ এর সহকারী পরিচালক মোঃ আহসানুল কবির বুলবুল।
সূত্র জানান, গোপন সংবাদেরর ভিত্তিতে সহকারী পরিচালক মোঃ আহসানুল কবির বুলবুল এর নেতৃত্বে বৃহঃস্পতিবার জেলার সিংগাইর উপজেলার বড় বাকা দক্ষিণ পাড়া গ্রামে থেকে দীর্ঘক্ষণ মনিটরিং করে ষ্টাফ সহ পরিচালিত অভিযানের মাধ্যমে নারগিস আক্তার (৩৬) নামের এক নারীকে আটক করা হয়। তারকাছ থেকে ২০০ (দুইশত) পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় তার স্বামী কহিনুর রহমান (৪৬) সরকারী লোকের উপস্থিতি টের পেয়ে পালইয়ে যায়।
একই দিন সিংগাইর থানাধীন নীলটেক গ্রাম থেকে ৪০০ (চারশত) পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট সহ আঃ আজিজ (৪৬) নামের অপর এক ব্যাক্তিকে আটক করা হয়।
পৃথক দুইটি অভিযানে সর্বমোট ইয়াবা ট্যাবলেট উদ্ধারের পরিমাণ ৬০০(ছয়শত) পিস। যার আনুমানিক মূল্য ১লাখ ৮০ হাজার টাকা।
আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সালের সংশ্লিষ্ট ধারায় সিংগাইর থানায় পৃথক দুইটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। সিংগাইর থানার মামলা নং- ৩৫ ও ৩৬; তারিখ- ২৪/০৪/২০২৫ খ্রিঃ। গ্রেফতারকৃত আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho