০৭:০৭ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

সাভারে বাঁশঝাড়ে ক্ষত বিক্ষত নারীর নগ্ন লাশ

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ ১১:১২:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
  • ৭১ বার পড়া হয়েছে

 

আলোকিত কন্ঠ ডেস্কঃ সাভারের বাঁশ ঝাড়ে এক অজ্ঞাত নারীর(৩০) অর্ধ নগ্ন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই নারীকে শ্বাসরোধ করে হত্যার পরে তার মুখ মন্ডল রাসায়নিক পদার্থ ব্যবহার করে বিকৃত করা হয়েছে।

শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে সাভারের বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর এলাকায় বাঁশঝাড়ের ভেতরে ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা।

তাৎক্ষণিকভাবে নিহতের নাম পরিচয় নিশ্চিত করতে পারেনি দায়িত্বগত পুলিশের কর্মকর্তারা।

স্থানীয়রা জানায়, বিকেলে কালিয়াকৈর এলাকায় গোল্ডেন লাইন নামে একটি গামেন্টসের পিছনে বাঁশ ঝাড় এক অজ্ঞাত অর্ধনগ্ন নারীর লাশ দেখতে পায়। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দেওয়া হয়েছে।

সাভার মডেল থানার বিরুলিয়া ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আঃ ওয়াব বলেন, খবর পেয়ে ঘটনাস্থল এসেছি। তবে গতকাল রাতে ওই নারীকে শ্বাসরোধ হত্যা করা হয়েছে। এছাড়াও নিহত নারীর পরিচয় যাতে নিশ্চিত করা না যায় সেজন্য মুখ মন্ডলে এক ধরনের রাসায়নিক পদার্থ দিয়ে বিকৃত করা হয়েছে এবং অর্ধনগ্ন অবস্থায় মরদেহ পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারীকে ধর্ষণ করা হতে পারে। তবে ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান তিনি।

Tag :
About Author Information

জনপ্রিয়

ঝিনাইগাতীতে ২২৯২ হতদরিদ্র পরিবার পেলো ভিডব্লিবি’র চাল

সাভারে বাঁশঝাড়ে ক্ষত বিক্ষত নারীর নগ্ন লাশ

প্রকাশের সময়ঃ ১১:১২:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

 

আলোকিত কন্ঠ ডেস্কঃ সাভারের বাঁশ ঝাড়ে এক অজ্ঞাত নারীর(৩০) অর্ধ নগ্ন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই নারীকে শ্বাসরোধ করে হত্যার পরে তার মুখ মন্ডল রাসায়নিক পদার্থ ব্যবহার করে বিকৃত করা হয়েছে।

শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে সাভারের বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর এলাকায় বাঁশঝাড়ের ভেতরে ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা।

তাৎক্ষণিকভাবে নিহতের নাম পরিচয় নিশ্চিত করতে পারেনি দায়িত্বগত পুলিশের কর্মকর্তারা।

স্থানীয়রা জানায়, বিকেলে কালিয়াকৈর এলাকায় গোল্ডেন লাইন নামে একটি গামেন্টসের পিছনে বাঁশ ঝাড় এক অজ্ঞাত অর্ধনগ্ন নারীর লাশ দেখতে পায়। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দেওয়া হয়েছে।

সাভার মডেল থানার বিরুলিয়া ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আঃ ওয়াব বলেন, খবর পেয়ে ঘটনাস্থল এসেছি। তবে গতকাল রাতে ওই নারীকে শ্বাসরোধ হত্যা করা হয়েছে। এছাড়াও নিহত নারীর পরিচয় যাতে নিশ্চিত করা না যায় সেজন্য মুখ মন্ডলে এক ধরনের রাসায়নিক পদার্থ দিয়ে বিকৃত করা হয়েছে এবং অর্ধনগ্ন অবস্থায় মরদেহ পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারীকে ধর্ষণ করা হতে পারে। তবে ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান তিনি।