স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চিটাগাংরোড রাস্তার দক্ষিন পার্শ্বে লেগুনা স্ট্যান্ড ফুট ওভার ব্রীজের নীচে থেকে তল্লাশি চালিয়ে দুইশত পিস ইয়াবাসহ পারভেজ (৩১) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৬ এপ্রিল) দুপুরে অভিযান পরিচালনা করে ইয়াবা উদ্ধার করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত পারভেজ নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থানার আইলপাড়া আবুল হোসেনের ছেলে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিনুর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চিটাগাংরোড রাস্তার দক্ষিন পার্শ্বে লেগুনা স্ট্যান্ড ফুট ওভার ব্রীজের নীচে তল্লাশি চালিয়ে দুইশত পিস ইয়াবাসহ হাতে নাতে পারভেজকে গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho