০১:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মঙ্গলবার থেকে হজ ফ্লাইট শুরু

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ ১১:৩৮:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

আলোকিত কন্ঠ ডেস্কঃ হজ ফ্লাইট শুরুর তারিখ ঘোষণা করা হয়েছে। চলতি বছরের হজ ফ্লাইট শুরু হবে মঙ্গলবার (২৯ এপ্রিল)। এবার সৌদি আরবে পবিত্র হজ পালন করতে যাচ্ছেন ৮৭ হাজার ১০০ জন বাংলাদেশি। প্রথম দিনই সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়বেন ৪১৯ জন হজযাত্রী।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন হজের প্রথম ফ্লাইট উদ্বোধন করবেন বলে জানা গেছে।

হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) সূত্রে জানা গেছে, ২০২৫ সালে বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ হজযাত্রী সৌদি আরবে যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় থাকছেন ৫,২০০ জন, আর বেসরকারি ব্যবস্থাপনায় ৮১,৯০০ জন।

সৌদি আরবের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম ফ্লাইটটি রাত ২টা ১৫ মিনিটে ছেড়ে যাবে। এবার নির্বিঘ্নে হজযাত্রার জন্য প্রস্তুত রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসসহ ৩টি এয়ারলাইনস। ৩১ মে পর্যন্ত হজের ফ্লাইট চলবে। ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন এবং শেষ হবে ১০ জুলাই।

প্রসঙ্গত, হিজরি ১৪৪৬ সনের ৯ জিলহজ, অর্থাৎ চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৪ বা ৫ জুন ২০২৫ তারিখে পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

এবার বাংলাসহ ২০ ভাষায় হজের খুতবা অনুবাদ হবে

হজের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো আরাফাত ময়দানে হজের খুতবা, যা ৯ জিলহজ মসজিদে নামিরা থেকে প্রদান করা হয়। এই খুতবা এবারও বিশ্বের বিভিন্ন দেশে সরাসরি সম্প্রচারিত হবে, এবং তাৎক্ষণিকভাবে ২০টি ভাষায় অনুবাদ করা হবে।

যেসব ভাষায় হজের খুতবা অনুবাদ করা হবে- বাংলা, ফরাসি (ফ্রেঞ্চ), মালয়, উর্দু, ফারসি, চাইনিজ, তুর্কি, রাশিয়ান, হাউসা, ইংরেজি, সুইডিশ, স্প্যানিশ, সোয়াহিলি, আমহারিক, ইতালিয়ান, পর্তুগিজ, বসনিয়ান, মালায়লাম, ফিলিপিনো এবং জার্মান।

Tag :
About Author Information

জনপ্রিয়

শেরপুরে মাছরাঙা টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মঙ্গলবার থেকে হজ ফ্লাইট শুরু

প্রকাশের সময়ঃ ১১:৩৮:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

আলোকিত কন্ঠ ডেস্কঃ হজ ফ্লাইট শুরুর তারিখ ঘোষণা করা হয়েছে। চলতি বছরের হজ ফ্লাইট শুরু হবে মঙ্গলবার (২৯ এপ্রিল)। এবার সৌদি আরবে পবিত্র হজ পালন করতে যাচ্ছেন ৮৭ হাজার ১০০ জন বাংলাদেশি। প্রথম দিনই সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়বেন ৪১৯ জন হজযাত্রী।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন হজের প্রথম ফ্লাইট উদ্বোধন করবেন বলে জানা গেছে।

হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) সূত্রে জানা গেছে, ২০২৫ সালে বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ হজযাত্রী সৌদি আরবে যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় থাকছেন ৫,২০০ জন, আর বেসরকারি ব্যবস্থাপনায় ৮১,৯০০ জন।

সৌদি আরবের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম ফ্লাইটটি রাত ২টা ১৫ মিনিটে ছেড়ে যাবে। এবার নির্বিঘ্নে হজযাত্রার জন্য প্রস্তুত রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসসহ ৩টি এয়ারলাইনস। ৩১ মে পর্যন্ত হজের ফ্লাইট চলবে। ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন এবং শেষ হবে ১০ জুলাই।

প্রসঙ্গত, হিজরি ১৪৪৬ সনের ৯ জিলহজ, অর্থাৎ চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৪ বা ৫ জুন ২০২৫ তারিখে পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

এবার বাংলাসহ ২০ ভাষায় হজের খুতবা অনুবাদ হবে

হজের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো আরাফাত ময়দানে হজের খুতবা, যা ৯ জিলহজ মসজিদে নামিরা থেকে প্রদান করা হয়। এই খুতবা এবারও বিশ্বের বিভিন্ন দেশে সরাসরি সম্প্রচারিত হবে, এবং তাৎক্ষণিকভাবে ২০টি ভাষায় অনুবাদ করা হবে।

যেসব ভাষায় হজের খুতবা অনুবাদ করা হবে- বাংলা, ফরাসি (ফ্রেঞ্চ), মালয়, উর্দু, ফারসি, চাইনিজ, তুর্কি, রাশিয়ান, হাউসা, ইংরেজি, সুইডিশ, স্প্যানিশ, সোয়াহিলি, আমহারিক, ইতালিয়ান, পর্তুগিজ, বসনিয়ান, মালায়লাম, ফিলিপিনো এবং জার্মান।