০৫:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

লালমনিরহাটের পাঁচ উপজেলায় কাল বৈশাখী ঝড়ে ব্যপক ক্ষয়ক্ষতি

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ ০২:৪৪:১৪ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

 

সহিদুল ইসলাম বিভাগীয় প্রতিনিধি রংপুর: কালবৈশাখী ঝড়ে লালমনিরহাটের পাঁচ উপজেলায় ঘরবাড়ি, গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

শনিবার রাত সাড়ে ৯ টার দিকে শুরু হওয়া এই ঝড় প্রায় আধা ঘণ্টা লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলায় তাণ্ডব চালায়। এ সময় ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে ধান, ভুট্টা, আম, লিচুসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভেঙ্গে পড়েছে বাড়ীঘর।
এছাড়া ঝড়ের পর জেলার বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে।

কালীগঞ্জের দলগ্রাম,কাকিনা,ভোটমারীসহ বিভিন্ন এলাকায় গাছ পড়ে ঘর ভেঙে গেছে। এছাড়া বিভিন্ন ফসলেরও ক্ষতি হয়েছে।

কাকিনা ইউনিয়নের চরের বাজারের কাছে একটি বড় বটগাছ উপড়ে পড়ে তিনটি ঘর ও বাজারের কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঝড়ে অনেক এলাকায় সড়কের ওপর গাছ পড়ে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ারও খবর পাওয়া গেছে । পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা গাছ সরিয়ে যান চলাচল সচল করেন।

হাতীবান্ধার ডাউয়াবাড়ী ইউনিয়নে কালবৈশাখী ঝড়ে বাড়ীঘরসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

সদর উপজেলায়ও ঝড়ের কবলে বেশকিছু টিনের চাল উড়ে গেছে। আশপাশের অনেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন বলেন, আমার ইউনিয়নে ঘরবাড়ীর ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে।

জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার বলেন, “ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের জন্য স্থানীয় প্রশাসন কাজ শুরু করেছে। ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

Tag :
About Author Information

জনপ্রিয়

বাগআঁচড়া শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন, বাবু-রাজ্জাক প্যানেল বিজয়ী

লালমনিরহাটের পাঁচ উপজেলায় কাল বৈশাখী ঝড়ে ব্যপক ক্ষয়ক্ষতি

প্রকাশের সময়ঃ ০২:৪৪:১৪ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

 

সহিদুল ইসলাম বিভাগীয় প্রতিনিধি রংপুর: কালবৈশাখী ঝড়ে লালমনিরহাটের পাঁচ উপজেলায় ঘরবাড়ি, গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

শনিবার রাত সাড়ে ৯ টার দিকে শুরু হওয়া এই ঝড় প্রায় আধা ঘণ্টা লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলায় তাণ্ডব চালায়। এ সময় ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে ধান, ভুট্টা, আম, লিচুসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভেঙ্গে পড়েছে বাড়ীঘর।
এছাড়া ঝড়ের পর জেলার বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে।

কালীগঞ্জের দলগ্রাম,কাকিনা,ভোটমারীসহ বিভিন্ন এলাকায় গাছ পড়ে ঘর ভেঙে গেছে। এছাড়া বিভিন্ন ফসলেরও ক্ষতি হয়েছে।

কাকিনা ইউনিয়নের চরের বাজারের কাছে একটি বড় বটগাছ উপড়ে পড়ে তিনটি ঘর ও বাজারের কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঝড়ে অনেক এলাকায় সড়কের ওপর গাছ পড়ে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ারও খবর পাওয়া গেছে । পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা গাছ সরিয়ে যান চলাচল সচল করেন।

হাতীবান্ধার ডাউয়াবাড়ী ইউনিয়নে কালবৈশাখী ঝড়ে বাড়ীঘরসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

সদর উপজেলায়ও ঝড়ের কবলে বেশকিছু টিনের চাল উড়ে গেছে। আশপাশের অনেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন বলেন, আমার ইউনিয়নে ঘরবাড়ীর ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে।

জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার বলেন, “ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের জন্য স্থানীয় প্রশাসন কাজ শুরু করেছে। ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।