রাউফুর রহমান পরাগঃ সাভারে উলঙ্গ অবস্থায় উদ্ধার করা নিহত নারী ছিলেন চার মাসের অন্তঃসত্ত্বা, নিহত তানিয়া আক্তার কে হত্যার উদ্দেশ্যে ঘুরতে যাওয়ার কথা বলে নির্জন স্থানে গিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করে শ্বাসরোধ করে হত্যা করে স্বামী সোহাগ, এমনটি জানিয়েছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির
রবিবার দুপুরে সাভার মডেল থানায় সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি, এ বিষয়ে তিনি আরো জানান নিহত তানিয়া আক্তার ও সোহাগ একই কারখানায় কাজ করতেন, সোহাগ ও তানিয়া পূর্বে বিবাহিত ছিলেন, প্রথম প্রথম স্ত্রী চাপে তানিয়াকে হত্যার উদ্দেশ্য বিরুলিয়ার কালিয়াকৈর বাশ বাগানে নিয়ে যায়, সহজে হত্যা করার উদ্দেশ্য প্রথমে শারীরিক সম্পর্ক পরবর্তীতে গলায় ওড়না পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে।
উল্লেখ্য গত শুক্রবার রাত ১১ টায় নিহত তানিয়া আক্তারের মরদেহ কালিয়াকৈর বাঁশবাগান থেকে উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho