
এবি আব্বাসী,স্টাফ রিপোর্টারঃ মানিকগঞ্জ পৌরসভার বুকচিরে বয়ে যাওয়া কালিগঙ্গা নদীর কুশেরচর খেয়াঘাটে ব্রীজ নির্মানের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীসহ স্থানীয সর্বস্থরের জনগন।
আজ বেলা বারোটার দিকে কালিগঙ্গা নদীর কুশেরচর খেয়াঘাট এলাকায় এই মানববন্ধন অনুষ্টিত হয়।
কুশেরচর ইউনাইটেড ক্লাবের সভাপতি জুয়েল রানার সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক জিয়াউর রহমান জিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন,কুশেরচর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এডভোকেট এটিএম শাজাহান, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিক উদ্দিন ভূঁইয়া হাবু, জেলা যুবদলের যুগ্ন আহবায়ক মাসুদ পারভেজ, স্থানীয় সাবেক কাউন্সিলর আবু মোহাম্মদ নাহিদ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এডভোকেট মুরাদ হোসেন ও কুশের চর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রধান শিক্ষক মিজানুর রহমান প্রমূখ।
বক্তারা বলেন, কুশেরচর খেয়া ঘাটটি মানিকগঞ্জ পৌরসভার ৮ ও ৯ নং ওয়ার্ডের অন্তর্গত। এটা একটি ধন ও গুরুত্বপূর্ণ খেয়াঘাট। নদীর উভয় তীরে কার্পেটিং সংযোগ সড়কসহ যাতায়াতের সুবিধা থাকায় এই খেয়া ঘাট দিয়ে মালপত্র আনা-নেওয়া করে থাকে কয়েক গ্রামের মানুষ। এ ছাড়া স্কুল কলেজের ছাত্র ছাত্রীসহ এলাকার হাজার হাজার পথচারী এই কুশের চর খেয়াঘাট পার হইয়া মন্নু কলেজ হাসপাতাল, বেউথা বাজার হইয়া মানিকগঞ্জ আরিচা সহ দেশের প্রত্যন্ত অঞ্চলে যাতায়াত করে থাকে। জন গুরুত্বপূর্ণ এই খেয়াঘাট হইয়া কেয়ার জানি, বার্তা, উড়িয়া জানি, চর ঘোস্তা,বালিয়া বিল, চরবারইল সহ অন্যান্য অঞ্চলে যাতায়াত করতে হয়। বর্ষাকালে জীবনের ঝুঁকি নিয়া এই খেয়াপার পার হতে হয়। ইতিপূর্বে বর্ষা মৌসুমে খেয়া পার হওয়ার সময় নৌকা ডুবে অনেকই আহত হওয়ার ঘটনা ও ঘটেছে কয়েকবার। বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর ভাবে আহত হলে তাদেরকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দিয়ে ভালো করা হয়।
জনগণের এ দুর্ভোগ নিরসনের জন্যজনগুরুত্বপূর্ণ এই খেয়াঘাটে একটি ব্রিজ নির্মাণে জোর দাবি জানান এলাকার সর্বস্তরের জনগণ।
মানববন্ধনে কুশেরচর ইসমাইল হোসেন উচ্চ বিদ্যালয়, কুশেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাগানবাড়ী মাদরাসা ওএতিমখা,বেংরই ফোরকানিয়া মাদ্রাসা,টেকনিক্যাল স্কুল এ্যন্ড কলেজ,চরবেউথা কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যায়,চরবেউথা দারুল আবরার হেফেজিয়া মাদ্রাসার সকল শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈনিক ব্যাক্তিসহ নানা স্রেনীপেশার মানুষ মানব বন্ধনে অংশ গ্রহন করে।