এবি আব্বাসী, স্টাফ রিপোর্টারঃ "দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপোষ করো ভাই। লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নাই'- এই প্রতিপাদ্যে মানিকগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২৮ এপ্রিল) সোমবার সকাল সকালে জেলা জজ কোর্ট চত্বর থেকে একটি র্যালি বের হয়। র্য্যলিটি শহর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা ও দায়রা জজ আদালত সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র জেলা ও দায়রা জজ ও জেলা আইন সহায়তা কমিটির চেয়ারম্যান লিয়াকত আলী মোল্লা, জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা, অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ সাবিনা ইয়াসমিন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ শামীমা আক্তার, জেলা লিগ্যাল এইড অফিসার ভারপ্রাপ্ত হোসনে জান্নাত, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোকসেদুর রহমান, সাধারণ সম্পাদক আজাদ হোসেন খান, মানিকগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho