০৮:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

শেরপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ ০৫:৪০:০৮ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
  • ৪৯ বার পড়া হয়েছে

 

শেরপুর প্রতিনিধি: “দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৮ এপ্রিল সোমবার সকাল ১০টায় জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে জেলা লিগাল এইড কমিটির চেয়ারম্যান, সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ জহিরুল কবির বেলুন ও পায়রা উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন। শোভাযাত্রা শেষে আদালত প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা বলেন, অসহায় ও দরিদ্র ব্যক্তিরা যেন অর্থাভাবে ন্যায়বিচার থেকে বঞ্চিত না হন, সে জন্য জাতীয় লিগ্যাল এইড সার্ভিসের ১৬৪৩০ নম্বরে ফোন করে সহজেই সেবা গ্রহণ করা যাবে।

জানা গেছে, গত এক বছরে ৫৪৮টি সরকারি মামলা ও এডিআর (বিকল্প বিরোধ নিষ্পত্তি) আবেদন জমা পড়ে। এর মধ্যে ৮১টি মামলা নিষ্পত্তি, ১৪২টি বিকল্প পদ্ধতিতে নিষ্পত্তি, ৯২৮ জনকে আইনি পরামর্শ প্রদান এবং এডিআর মাধ্যমে ৯৫ লাখ ৫৩ হাজার ৬৫০ টাকা পক্ষগণকে বুঝিয়ে দেওয়া হয়েছে।

এসময় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: সুলতান মাহমুদ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মনোয়ারা বেগম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এম.কে মুরাদুজ্জামান, পিপি অ্যাডভোকেট আবদুল মান্নান, জিপি খন্দকার মাহবুবুল আলম রকিব, স্পেশাল পিপি আশরাফুন্নাহার রুবি, সহ আদালতের কর্মকর্তা-কর্মচারী ও আইনজীবীগণ উপস্থিত ছিলেন।

Tag :
About Author Information

জনপ্রিয়

শেরপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা

প্রকাশের সময়ঃ ০৫:৪০:০৮ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

 

শেরপুর প্রতিনিধি: “দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৮ এপ্রিল সোমবার সকাল ১০টায় জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে জেলা লিগাল এইড কমিটির চেয়ারম্যান, সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ জহিরুল কবির বেলুন ও পায়রা উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন। শোভাযাত্রা শেষে আদালত প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা বলেন, অসহায় ও দরিদ্র ব্যক্তিরা যেন অর্থাভাবে ন্যায়বিচার থেকে বঞ্চিত না হন, সে জন্য জাতীয় লিগ্যাল এইড সার্ভিসের ১৬৪৩০ নম্বরে ফোন করে সহজেই সেবা গ্রহণ করা যাবে।

জানা গেছে, গত এক বছরে ৫৪৮টি সরকারি মামলা ও এডিআর (বিকল্প বিরোধ নিষ্পত্তি) আবেদন জমা পড়ে। এর মধ্যে ৮১টি মামলা নিষ্পত্তি, ১৪২টি বিকল্প পদ্ধতিতে নিষ্পত্তি, ৯২৮ জনকে আইনি পরামর্শ প্রদান এবং এডিআর মাধ্যমে ৯৫ লাখ ৫৩ হাজার ৬৫০ টাকা পক্ষগণকে বুঝিয়ে দেওয়া হয়েছে।

এসময় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: সুলতান মাহমুদ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মনোয়ারা বেগম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এম.কে মুরাদুজ্জামান, পিপি অ্যাডভোকেট আবদুল মান্নান, জিপি খন্দকার মাহবুবুল আলম রকিব, স্পেশাল পিপি আশরাফুন্নাহার রুবি, সহ আদালতের কর্মকর্তা-কর্মচারী ও আইনজীবীগণ উপস্থিত ছিলেন।