শেরপুর প্রতিনিধি: শেরপুরে রূপালী ব্যাংকের উদ্যোগে ‘আর্থিক সাক্ষরতা কর্মসূচি’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮ এপ্রিল সোমবার বিকেলে শহরের রঘুনাথ বাজার এলাকার ব্যাংকের কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংক পিএলসি, জামালপুর অঞ্চলের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. মনির উদ্দিন ভূঁইয়া।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ (পিআরএল) মো. আব্দুর রশীদ ও আইডিয়াল ইসকুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আরিফুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন রূপালী ব্যাংক, শেরপুর টাউন কর্পোরেট শাখার ব্যবস্থাপক (এজিএম) মোহাম্মদ শাহজাহান।
‘আর্থিক খাতে অংশ গ্রহণ, নারীর অধিকার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ২০৩০ সালের মধ্যে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন (এসডিজি) এবং জাতীয় আর্থিক অন্তর্ভুক্তি কৌশল (২০২১-২০২৬) বাস্তবায়নে সবার জন্য আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিতকরণের লক্যে- রূপালী ব্যাংক পিএলসি, শেরপুর টাউন কর্পোরেট শাখা এ সভার আয়োজন করে।
সভায় প্রধান অতিথি ব্যাংকের জামালপুর অঞ্চলের ডিজিএম মনির উদ্দিন ভূঁইয়া বলেন, জনসাধারণকে আর্থিক বিষয়ে সচেতন করে গড়ে তোলা, প্রতারণামূলক কর্মকাণ্ড থেকে রক্ষা করাসহ আর্থিকখাত সম্পর্কে ইতিবাচক ধারণা দেওয়ার জন্যই ‘আর্থিক সাক্ষরতা কর্মসূচি’ শীর্ষক সভার আয়োজন করা হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশের পর্যায়ে আছে। আমাদের দেশকে আর্থিকভাবে সুদৃঢ় করা, ব্যাংকিং খাত থেকে গ্রাহকদের সর্বোচ্চ সেবা প্রদানের বিষয়ে বর্তমান সরকারের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। জাতিসংঘ ঘোষিত এসডিজি বাস্তবায়নের অংশ হিসেবে সরকারের পক্ষ থেকে প্রতিটি ব্যাংকেই এ ধরনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। আমাদের দেশের মানুষকে আর্থিকভাবে স্বচ্ছল হিসেবে গড়ে তোলা ও কর্মসংস্থান সৃষ্টি করার লক্যে স সরকার নানামুখী কর্মসূচি গ্রহণ করেছেন। এসব কর্মসূচির মাধ্যমে দেশের দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও সবার জন্য আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করণে সরকারের নির্দেশনানুযায়ী রূপালী ব্যাংক কাজ করে যাচ্ছে।
সভায় ব্যাংকের শেরপুর টাউন কর্পোরেট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ শাহজাহান ব্যাংকের গ্রাহকদের সর্বোচ্চ সেবা প্রদানের আন্তরিক প্রতিশ্রতি জ্ঞাপন করেন।
সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিসহ ব্যাংকের গ্রাহক ধীরেন্দ্র কুমার ভৌমিক ও মো. খাইরুল হক বক্তব্য দেন।
পরে প্রধান অতিথি সভায় উপস্থিত আইডিয়াল ইসকুলের ২০ জন শিক্ষার্থীর মধ্যে উপহারসামগ্রী বিতরণ করেন। সভায় ব্যাংকের বিভিন্ন পর্যায়ের শতাধিক গ্রাহক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho