
সহিদুল ইসলাম বিভাগীয় প্রতিনিধি রংপুরঃ লালমনিরহাটের কালীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জাকিরুল হক নামের এক ব্যক্তির ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।
২৮ এপ্রিল (রবিবার) বিকেলে উপজেলার মদাতী ইউনিয়নে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা।
জানা যায , জাকিরুল হক দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২০১০ সালের মাটি কাটা ও বালু উত্তোলন নিয়ন্ত্রণ আইনের ১৪ ধারা অনুযায়ী তার জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসনের এ ধরনের পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন সচেতন মহল ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা জরিমানার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ধরনের অভিযান সব সময় অব্যাহত থাকবে।