আশুলিয়া প্রতিনিধঃ আশুলিয়ায় বাসাবাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র সহ মাসুদ নামের এক যুবক কে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব -৪ এর কোম্পানী কমান্ডার মেজর জালিস মাহমুদ খান জানান, মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার জামগড়া এলাকায় বেশ কিছু সন্ত্রাসী একটি বাসায় আশ্রয় নেয়। পরে তাদেকে আটকের জন্য র্যাব অভিযান পরিচালনা করে।
ঘটনাস্থল থেকে ১টি বিদেশী পিস্তল, ৩ রাউন্ড বুলেট, কয়েকটি বিদেশি মদের বোতল, ও চাপাতি সহ বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার সহ মাসুদ নামে একজনকে গ্রেফতার করা হয়। চক্রের বাকী সদস্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানায় র্যাব। এলাকায় মাদক ব্যাবসা, চুরি, ছিনতাই, ডাকাতি সহ সব ধরনের অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত বলে জানায় র্যাব।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho