
স্টাফ রিপোর্টারঃ শিবালয়ের সৈয়দাবাজ গ্রামে জমি সংক্রান্ত পুর্ব শত্রুতার জের ধরে ইব্রাহিম শেখ (৪৫) নামের এক ব্যক্তিকে দেশীয় অস্ত্র ধারালো ডেগার দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। তাকে স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিক্যাল হাসপাতালে ভর্তি করেছেন। তার অবস্থা আশংকা জনক বলে জানা গেছে।
ইব্রাহিম উপজেলার কয়রা গ্রামের মাজেদ আলীর ছেলে। এ ঘটনায় সৈয়দাবাজ গ্রামের মোহাম্মদ আলীর ছেলে সেলিম হোসেন (৪২) ও একই গ্রামের ফারুক হোসেন (৫০) একটি ডেগারসহ গ্রেফতার করে গত রোববার জেল হাজতে প্রেরন করেছেন শিবালয় থানার পুলিশ। স্থানীয়রা জানান, উপজেলার সৈয়দাবাজ গ্রামের আমজাদ হোসেন প্রায় ৭ মাস আগে ১০ শতাংশ জমি ১০ লাখ টাকা দিয়ে একই উপজেলার আব্দুল হানিফের কাছ থেকে ক্রয় করেন।
আমজাদ হোসেন তার ক্রয়কৃত জমিতে ঘর তোলতে গেলে ইব্রাহিম শেখকে দিন দুপুরে প্রকাশে গত বৃহস্পতিবার বিকেলে ডেগার দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করেন সেলিম ও ফারুকসহ ৬-৭ জনের একদল সন্ত্রাসী। এ ব্যাপারে শিবালয় থানায় মামলা হয়েছে। শিবালয় থানার ওসি মো. কামাল হোসেন গণমাধ্যমকে বলেন, সন্ত্রাসী সেলিম হোসেন ও ফারুক হোসেনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।