আলোকিত কন্ঠ ডেস্কঃ আগামী মাসে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। সেখানে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা। যা অনুষ্ঠিত হবে ফয়সালাবাদ ও লাহোরে। বুধবার (৩০ এপ্রিল) সেই সিরিজের সূচি প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
সূচি অনুযায়ী, বাংলাদেশ দল ২১ মে পাকিস্তানে পৌঁছাবে। এরপর ২৫ ও ২৭ মে ফয়সালাবাদে অনুষ্ঠিত হবে প্রথম দুই টি-টোয়েন্টি। সিরিজের বাকি তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে লাহোরের ঐতিহ্যবাহী গাদ্দাফি স্টেডিয়ামে। সিরিজের শেষ তিনি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ৩০ মে, ১ জুন ও ৩ জুন।
এদিকে, আসন্ন সিরিজকে সামনে রেখে পিসিবি পাঁচজন খেলোয়াড়কে সংক্ষিপ্ত তালিকাভুক্ত করেছে যারা স্কোয়াডে অন্তর্ভুক্ত হতে পারেন। অভিজ্ঞদের তালিকায় রয়েছেন সাহিবজাদা ফারহান, হুসাইন তালাত, হাসান আলি ও ফাহিম আশরাফ। নতুন মুখ হিসেবে বিবেচনায় আছেন উদীয়মান পেসার আলি রাজা।
চলমান পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দুর্দান্ত ফর্মে আছেন সাহিবজাদা ফারহান। টি-টোয়েন্টি ফরম্যাটে বছরের শীর্ষ রান সংগ্রাহক তিনি। পেশোয়ার জালমির হয়ে দারুণ ছন্দে আছেন হুসাইন তালাতও। অন্যদিকে, অভিজ্ঞ বোলার হাসান আলি ও ফাহিম আশরাফের ওপর আস্থা রাখছে টিম ম্যানেজমেন্ট। তরুণ আলি রাজা তার গতির মাধ্যমে নির্বাচকদের নজর কেড়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho