শেরপুর প্রতিনিধিঃ শেরপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস-২০২৫” উদযাপন উপলক্ষে অবৈধ হাইড্রোলিক হর্ণ ব্যবহারের মাধ্যমে শব্দ দূষণ করায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৮ জন ট্রাক চালককে জরিমানা করা হয়েছে।
৩০ এপ্রিল বুধবার শেরপুর শহরের গৌরীপুর এলাকায় শেরপুর-জামালপুর সড়কে মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ।
জেলা পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, "শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারত্বমূলক প্রকল্প" এর আওতায় শেরপুর জেলা পরিবেশ অধিদপ্তর কর্তৃক বুধবার শহরের গৌরীপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালানা করা হয়। মোবাইল কোর্টে শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০০৬ লঙ্ঘনের দায়ে ৮ জন ট্রাক চালককে মোট ৮ হাজার ৭ শত টাকা জরিমানা আদায় সহ ১৫টি অবৈধ হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়। মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস।
উক্ত মোবাইল কোর্ট পরিচালনায় শেরপুর পুলিশ লাইন্স এর পুলিশ সদস্যবৃন্দ সার্বিক সহায়তা করেন।
এ ব্যাপারে জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস জানান, শব্দ দূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho